দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না এবাদত হোসেনের। ইনজুরি যেন কাল হয়ে দাড়িয়েছে এই ক্রিকেটারের। চলতি বছরে হাঁটুর চোটে পড়ে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তার। তাছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারবেন না এই তিনি। এবার আরো বড় দুঃসংবাদ পেলেন এই পেসার।
ইনজুরির কারনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন এবাদত। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী জুন মাসে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে। আর এবাদতের ইনজুরি থেকে ফেরার সম্ভাবনা রয়েছে আগামী বছরের আগস্টে। তার ইনজুরি আপডেট নিয়ে নান্নু বলেন, ‘এবাদতের পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগষ্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’
চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান এবাদত। প্রথমে ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ খেলতে পারবেন না তিনি। তবে পরবর্তীতে অপারেশনের পর সেরে উঠতে দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হবে তাকে। যার ফলে ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেননি সিলেট রকেটখ্যাত এই পেসার।
বাংলাদেশের পেস বোলিং বিভাগকে শক্তিশালী করার ক্ষেত্রে এবাদত হোসেনের অন্তর্ভুক্তি অনেকটাই গুরুত্বপূর্ণ। চলতি বছর দুর্দান্ত ফর্মে ছিলেন এই ক্রিকেটার। এশিয়া কাপ এবং বিশ্বকাপেও তার অভাববোধ করেছে টাইগার বোলিং বিভাগ। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে মিস বাংলাদেশ।
আরও পড়ুন: বাকি জীবনটাও ক্রিকেটের সঙ্গেই কাটিয়ে দেব: নান্নু
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৩/এমটি