ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন এবাদত হোসেন। শেষবার জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন ২০২৩ সালে আফগানিস্তান সিরিজে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই ডানহাতি পেসার।
সিলেটে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন এবাদত। সম্প্রতি ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার বিষয়ে কথা বলেছেন ‘সিলেটে রকেট’।
বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ে রয়েছে এই পেসার, ‘পুনর্বাসন প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ে আছি আমি। পায়ে ৭০ শতাংশ স্ট্রেংথ বিল্ডআপ হয়েছে। দ্রুতই আমার রানিং শুরু হবে। আমার দৌড়ানোর তীব্রতা ৭০ থেকে ৮০ শতাংশ হলে স্বল্প রানআপ নিয়ে বোলিং শুরু করব। আশা করছি এটা করতে চার-পাঁচ সপ্তাহ সময় লাগবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফেরার সম্ভাবনা নিয়ে এবাদত বলেন, ‘আসলে এটা বলা অনেক মুশকিল। আমার প্রত্যাশা আছে। যদি বিশ্বকাপের আগেই ফিরতে পারি, তো আলহামদুলিল্লাহ। তবে আমি চেষ্টা চালিয়ে যাবো।’
২০২৩ সালের মাঝামাঝি সময়ে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে হাঁটুতে চোট পান এবাদত। পরবর্তীতে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যান এই ডানহাতি পেসার। যার ফলে এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ মিস করেন এবাদত। তবে ইনজুরি কাটিয়ে ফেরা না হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে না ‘সিলেটের রকেট’ খ্যাত এই পেসারকে।
আরও পড়ুন: বিশ্বকাপ ব্যর্থতার দায় কার? তদন্ত রিপোর্ট নিয়ে যা বললেন সুজন
ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এমটি