
সীমান্তের অতন্দ্রপ্রহরীর মতো ফুটবলে প্রতিটা দলের গোলবারের সীমান্তে পাখির চোখের মতো পাহারায় থাকেন গোলরক্ষকরা। যার কাজ গোল ঠেকানো। তবে এই কাজ করতে করতে প্রতিপক্ষের জালে গোল করানোর কাজটাও যেন নিজের দায়িত্ব বানিয়ে নিয়েছেন ব্রাজিলের এডারসন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন এডারসন মোয়ারেস। ম্যানচেস্টার সিটির গোলবার সামলাতে সামলাতে সমানতালে গোলের সহযোগিতাও করছেন তিনি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইপিএলে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানসিটি। এদিন নিজের তৃতীয় ইপিএল ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করেছেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ। যাতে ভর করে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। আর এই ম্যাচেই রেকর্ডের পাতায় নাম তুলেছেন এডারসন।
আরও পড়ুন:
» লিভারপুল-ম্যানইউ পৃথক ম্যাচসহ আজকের খেলা (১৬ ফেব্রুয়ারি ২৫)
» একের পর এক দল হারাচ্ছেন সাকিব, কী হবে ভবিষ্যত?
প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটির গোলরক্ষক এডারসন। ক্যাসলের বিপক্ষে ম্যাচের ১৯তম মিনিটে মারমুশ প্রথম গোলটি করেন। সেটিতে অবশ্য মূল অবদানটা ছিল এডারসনের। এই সেলেসাও তারকা নিজেদের বক্স থেকে বেশ বাইরে থেকে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই বলটি ধরে ক্যাসলের আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব শটে গোল করেন মারমুশ। বলটি জালে জড়াতেই ডিফেন্ডাররা উদযাপনে মাতেন এডারসনের সঙ্গে।
প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোলে সহায়তা করা গোলরক্ষক ছিলেন পল রবিনসন। তাকে ছাড়িয়ে যাওয়া এডারসন শুধু এই মৌসুমেই ৩টি অ্যাসিস্ট করেছেন।
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এজে
