
বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়েন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে শিলংয়ে খেলেই ফিরে গেছেন ইংল্যান্ডে, যেখানে ইতোমধ্যেই শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নেমেছেন।
অন্যদিকে, দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও ছুটি কাটাতে গেছেন ডেনমার্কে। দেশের এই দুই ফুটবল তারকা ঈদ উপলক্ষে ভক্ত-সমর্থকদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হিসেবে বাংলাদেশে এসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন হামজা চৌধুরী। তাকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী জুনে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা এই মিডফিল্ডার লিখেছেন, সবাইকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করছি দারুণ সময় কাটবে। শিগগিরই আবার দেখা হবে।
আরও পড়ুন
» ক্রীড়াবিদদের ঈদ উদযাপন : তারকারা কেমন কাটাচ্ছেন উৎসব
» ১২৩ ম্যাচে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন রশিদ খান
অধিনায়ক জামাল ভূঁইয়া ব্যক্তিগত ছুটিতে আছেন ডেনমার্কে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে খেলার সুযোগ না পেলেও, তিনি সমর্থকদের ভুলেননি। নিজের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৫/এসএ
