বাংলাদেশের ফুটবলে পরিচিত নাম এলিটা কিংসলে। নাইজেরিয়ান বংশোদ্ভূত এই ফরোয়ার্ড ২০১১–২০১২ মৌসুম থেকে দেশের ক্লাব ফুটবল মাতিয়ে রেখেছেন। এই ফুটবলার আবেদন করে ২০২১ সালে বাংলাদেশের নাগতিকত্ব পেয়েছেন।
কিন্তু বিভিন্ন জটিলতার কারণে লাল-সবুজের জার্সিতে মাঠে নামা হচ্ছিল না এলিটার। এবার তার দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে । আজ শনিবার (২৫ মার্চ) সিশেলসের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তার। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল পৌনে ৪টায় শুরু হয় ম্যাচটি। এ ম্যাচ ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তার অভিষেক জয় দিয়ে বর্ণিল হয়ে রইলো।
অপরদিকে গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার। আজ লাল-সবুজের জার্সিতে তার আনুষ্ঠানিক অভিষেক হলো।
শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে জামালরা। আর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার (২৮ মার্চ)।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২-এ আর সিশেলস আছে ১৯৯ নম্বরে।
আরও পড়ুন: আইপিএলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাকিব-লিটনরা, যদি…
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৩/এসএ