Connect with us
অন্যান্য

পরপারে পাড়ি জমালেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

Ex sports man
প্রয়াত সিনিয়র সাংবাদিক অঘোর মন্ডল। ছবি - সংগৃহীত

দুনিয়ার মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমালেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল।রাজধানীর একটি হাসপাতালে ৫৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। মৃতুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজনকে।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই বিশিষ্ট সিনিয়র সাংবাদিক। আগস্টে কিডনির সমস্যা আরও বেড়ে যায়। কিন্তু ডায়ালাইসিসের মাধ্যমে সেটা অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তবে তিনি সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হলে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়। দুই সপ্তাহ পরে অবস্থার কোনো উন্নতি না হলে  তাঁকে লাইফ সার্পোটে পাঠানো হয়। সেখানেই আজ (বুধবার) বিকালে পরপারে পাড়ি জমালেন এই গুণী এবং ক্রীড়াপ্রেমী সাংবাদিক।

৯০ দশক থেকে ক্রীড়াঙ্গানের সাথে যুক্ত ছিলেন, কাজ করেছেন ৩০ বছর ধরে। তাঁর সাংবাদিকতার জীবনের সূচনা হয়  আজকের কাগজ পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে কাজ করেন ভোরের কাগজ পত্রিকাতে। এছাড়াও কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজ ইত্যাদি চ্যানেলে। সবশেষে তিনি এটিএন নিউজের মাল্টিমিডিয়া সেক্টরে কর্মরত ছিলেন।দেশে বিদেশে বহু খেলার সংবাদ সংগ্রহ করেছেন তিনি। তিনি শুধু একজন ক্রীড়া সাংবাদিকই নন বরং ছিলেন একজন বার্তা সম্পাদকও।

অনেক ক্রীড়া সাংবাদিকদের হাতেখড়ি হয়েছে তার হাত ধরেই। একবিংশ শতকের শুরুর দিকে তিনি যোগ দেন সম্প্রচার মাধ্যমে। তিনি নিয়মিত ক্রীড়াবিষয়ক বিভিন্ন কলাম লিখতেন। শত ব্যস্ততার মাঝেও তার এই লেখার প্রচেষ্টা বন্ধ হয়নি। মাসে অন্তত একটা হলেও সে ক্রীড়াবিষয়ক আর্টিকেল লিখতেন।  

তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অসুস্থতার সময় সবধরনের সাহায্য করেছে স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন।

ক্রীড়া সাংবাদিকতার এই উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণে শোকের ছাঁয়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষেরা।

আরো পড়ুন : আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার


ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য