বিশ্ব ক্রিকেটের টেস্ট খেলুড়ে যে কয়টি দেশ আছে শুধুমাত্র ওই দেশ গুলোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টিকে স্বীকৃতি দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিয়ম অনুযায়ী, যে দেশগুলো আইসিসির সহযোগী হিসেবে স্বীকৃত, সে সব দেশের কোনো টুর্নামেন্টও স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা পায় না।
এবার প্রচলিত নিয়মের পরিবর্তন এনে সংযুক্ত আরব আমিরাতের আইএল টুর্নামেন্টকে স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির সহযোগী দেশে কর্তৃক আয়োজিত প্রথম টুর্নামেন্ট হিসেবে এই স্বীকৃতি পেল আমিরাতের আইএল টুর্নামেন্ট। আগামী আসর থেকে এই টুর্নামেন্টের সব ম্যাচের রেকর্ড লিপিবদ্ধ করা হবে।
এ বিষয়ে লিগটির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘লিস্ট এ মর্যাদা পাওয়াটা ডিপি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির জন্য বড় এক মাইলফলক। এই স্বীকৃতির জন্য আইসিসিকে ধন্যবাদ। এই স্বীকৃতিই আমাদের লিগের শক্তি ও মান বোঝাচ্ছে।’
আরও পড়ুন: আল হিলাল ছেড়ে পুরনো ক্লাবে ফিরে যাওয়ার আভাস দিলেন নেইমার
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এমএ