Connect with us
ক্রিকেট

হৃদয়ের আবেগঘন স্ট্যাটাস—‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে’

Tawhid Hridoy
তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অঘোষিত ফাইনালে মাঠে ছিলেন না মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। শৃঙ্খলাভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। সেই সুযোগে আবাহনীর কাছে ৬ উইকেটে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে মোহামেডান।

তামিম ইকবালের হৃদরোগজনিত সমস্যা দেখা দেওয়ার পর নেতৃত্বের ভার কাঁধে তুলে নিয়েছিলেন হৃদয়। তবে ফাইনালসদৃশ ম্যাচে মাঠে না থাকতে পারার কষ্ট ফুটে উঠেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন এক পোস্টে।

ফেসবুক পোস্টে এ তরুণ ব্যাটার লিখেছেন, ‘এবারের প্রিমিয়ার লিগে ২২ গজের বাইরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেল মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতটা মোহামেডান করেছে।’


আরও পড়ুন

» প্রথমবার কোচের দায়িত্ব নিয়েই সফল সাবেক নির্বাচক হান্নান

» নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড নারী ক্রিকেট দল


হৃদয় লেখেন, ‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয় না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনি হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেন পারছি না, তা-না হয় পরেই বলব!’

হৃদয়ের দাবি, বড়-ছোট সবারই ভুল হয়। কেউ যেন অপমান বা ছোট না হয়, এ জন্য অনেক কিছু ঘাড়ে নিতে হয়।

Tawhid Hridoy status

পোস্টে আরও লেখেন, ‘নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেন ছোট বা অপমানিত না হয়, সে জন্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ্য করতে হয়—হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।’

মোহামেডানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন, ‘মোহামেডানের কর্তৃপক্ষ প্রত্যেক ম‍্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা। সঙ্গে জুড়িয়ে দিয়েছেন একটা ভালোবাসার ‘লাভ’ ইমোজি।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট