বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল ব্যালন ডি’অর জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মাননার এই পুরস্কার বিতরণের আগের দিন থেকেই গুঞ্জন ওঠে ব্যালন ডি’অর পাচ্ছেন না ভিনি। সকল জল্পনার অবসান ঘটিয়ে পুরস্কার পাননি এই ব্রাজিলিয়ান; ব্যালন ডি’অর উঠেছে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের হাতে।
ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে সর্বোচ্চ ভোট পেয়ে বিশেষ এই পুরষ্কার নিজের নামে করে নিয়েছেন রদ্রি। এতে তিনি পেছনে ফেলেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস জুনিয়রকে। এছাড়াও এরপর ভোটে পছন্দের তালিকায় ধারাবাহিক ভাবে আছেন দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও লাউতারো মার্টিনেজের।
এদিকে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পেতে যাওয়ার খবরে প্যারিসের এই অনুষ্ঠান বয়কট ও প্যারিসের ফ্লাইট বাতিল করেছিল রিয়াল মাদ্রিদ। ফলে তালিকায় থাকা ভিনি, দানি কারভাহাল, কিলিয়ান এমবাপে ও কোচ আনচেলত্তির পা পড়েনি জমকালো এই আয়োজনে। যদিও রিয়ালের ডেরায় গিয়েছে আরও একাধিক পুরস্কার।
আরও পড়ুন:
» চট্টগ্রাম টেস্টসহ আজকের খেলা (২৯ অক্টোবর ২৪)
» যে একাদশ নিয়ে কাল মাঠে নামতে পারে বাংলাদেশ
এদিকে প্রায় ৬৪ বছর পর স্প্যানিশ কোন ফুটবলারের হাতে উঠেছে ব্যালন ডি’অরের পুরস্কার। এর আগে সবশেষ ১৯৬০ সালে বার্সেলোনার স্প্যানিশ তারকা লুইস সুয়ারেজ আকর্ষণীয় এই পুরস্কার জিতেছিলেন একমাত্র স্প্যানিশ ফুটবলার হিসেবে। এবার সেই তালিকায় দীর্ঘ দিন পর স্পেনের নাম উঠালেন রদ্রি।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সমানতালে পারফর্ম করেছেন রদ্রি। আর এ কারণেই ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। ৬৩ ম্যাচ খেলে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। এছাড়া দলকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা।
বিশেষ এই পুরস্কার নিতে গতকাল মঙ্গলবার রাতে ক্রাচে ভর দিয়ে প্যারিসের থিয়েটার দু শাটলেটে প্রবেশ করেন রদ্রি। কারণ গত মাসে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোট পেয়েছেন তিনি। যার কারণে এখন পর্যন্ত মাঠের বাইরে রয়েছেন এই স্প্যানিশ ফুটবলার। তবে ব্যালন ডি’অর জয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন রদ্রি।
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/এফএএস