Connect with us
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে চমক রেখে ইংল্যান্ডের দল ঘোষণা

England and Wales Cricket Board (ECB)
অক্টোবরে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ছবি : সংগৃহীত

অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। আসন্ন এই সিরিজ দিয়ে দলে ফিরলেন অধিনায়ক বেন স্টোকস। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে চোটের কারণে খেলা হয়নি তার। স্টোকসের সঙ্গে দলে ফিরলেন ওপেনার জ্যাক ক্রাউলিও।

তবে আসন্ন এই সিরিজে দুইজন চমকও রেখেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৭ সদস্যের ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেলেন পেসার ব্রাইডন কার্স ও ব্যাটার জর্ডান কক্স। ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজেদের দুর্দান্ত পারফর্ম দিয়েই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তারা।

ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ৭ অক্টোবর। দুই দল এর আগে ২০২২ সালে আভিজাতপূর্ণ ফরম্যাটটিতে মুখোমুখি হয়েছিল। সেবার অবশ্য ৩-০তেই হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

১৭ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে ২০২২ সালের টেস্ট সিরিজের আটজন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন অধিনায়ক বেন স্টোকস, জো রুট, ওলি পোপ, জ্যাক লিচ, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক ও রেহান আহমেদ। দুই দলের জন্যই এই সিরিজটি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

» মিরাজকে নিজের চেয়েও ভালো ব্যাটার মনে করেন লিটন

» দুই দিন পার হলেও টস হয়নি আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের

সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০তে হেরেছিল পাকিস্তান। ওই সিরিজে লজ্জার পরাজয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাকফুটে রয়েছে পাকিস্তান। অন্যদিকে, লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও, শেষ ম্যাচে পরাজয়ের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ছয়ে নেমে গেছে ইংল্যান্ড।

আগামী ৭ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। এরপর যথাক্রমে ১৫ ও ২৪ অক্টোবর দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।।

ইংল্যান্ডের ১৭ সদস্যের স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জশ হাল, জ্যাক লিচ, জেমি স্মিথ, ম্যাথু পটস, জো রুট, ওলি স্টোন ও ক্রিস ওকস।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/এসএম

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট