Connect with us
ক্রিকেট

তিন মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জানালো ইংল্যান্ড

Crifo ENG
সবার আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ইংল্যান্ড

আগামী বছর মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে এখনো প্রায় তিন মাস। এরই মধ্যে সবাইকে চমকে দিয়েছে ইংল্যান্ড। তিন মাস আগেই ওই টুর্নামেন্টের দল ঘোষণা করে দিয়েছে জস বাটলাররা। মূলত জানুয়ারি-ফেব্রুয়ারির ব্যস্ততা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইসিবি

এদিকে ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের জটিলতা পেরিয়ে ঠিক কবে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে তা এখনো নিশ্চিত নয়। যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এসবের ধার ধারেনি। সবার আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে তারা।

জানুয়ারি থেকেই শুরু হবে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের ব্যস্ততা। শুরুতে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে। এরপরেই দলটির পাকিস্তান সফর শুরু। যেখানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।


আরও পড়ুন:

» বিপিএলে যুক্ত হচ্ছে যুব এশিয়া কাপজয়ী তামিমের নাম

» আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কে কতবার জিতেছে

» হুড়মুড় করে ভেঙে পড়লো ব্যাটিংলাইন, শিরোপা হারালো বাংলাদেশ


ইংল্যান্ডের ঘোষিত এই দলে ফিরেছেন জো রুট। ২০১৯ বিশ্বকাপ জেতা এই তারকাকে ২০২৩ বিশ্বকাপে খুব একটা চেনা ছন্দে পাওয়া হয়নি ইংলিশ জার্সিতে। তার দলও ছিল বিপাকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ঠিকই বিবেচনায় রাখছে ইংলিশ ক্রিকেট বোর্ডের কর্তারা। যদিও একই তালিকায় নেই বেন স্টোকসের নাম। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি।

স্টোকসকে কেন দলে রাখা হয়নি সেই ব্যাখ্যায় ইসিবি বলেছে, ‘হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার বেন স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাঁকে বিবেচনা করা হয়নি।’

এদিকে ২০২৩ সালের পর একটি ওয়ানডেও না খেলা জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরছেন ৫০ ওভারের ক্রিকেটে। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই প্রথমবার ইংলিশ ক্রিকেটে সাদা বলের সিরিজে দল পরিচালনা করবেন।

টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের দলে খুব একটা পার্থক্য নেই। দুই দলে একমাত্র জো রুট এবং রেহান আহমেদই ব্যতিক্রম। রুট ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে থাকছেন না। সে জায়গায় খেলবেন রেহান আহমেদ।

ইংল্যান্ডের ভারত সফর ও চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, রেহান আহমেদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২০২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট