ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ইংল্যান্ড। উপমহাদেশীয় কন্ডিশনের কথা মাথায় রেখে এই ম্যাচে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে ইংলিশরা। অবাক করা বিষয় একাদশে রয়েছেন কেবল একজন পেসার।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে ইংলিশরা। যথারীতি ম্যাচের একদিন আগে ইংল্যান্ড ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিজেদের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল।
দলে জেমস অ্যান্ডারসনসহ চার পেসার থাকলেও ম্যাচে সুযোগ পেয়েছেন কেবল মার্ক উড। মূলত গতির বিচারে তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এমনকি কন্ডিশনের কথা বিবেচনা করে একাদশ গঠন করা হয়েছে।
ম্যাচ শুরুর আগে স্টোকস বলেছেন, ‘সে (মার্ক উড) অনেক গতিতে বোলিং করে। এছাড়া তার বোলিং খুব কার্যকরও। ৯০ মাইল প্রতি ঘণ্টার গতিতে যাওয়া বলের বিপক্ষে খেলাটা অবশ্যই খুব কঠিন হবে। আপনি তাকে সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট স্পেলে ব্যবহার করতে পারেন। এই ছোট স্পেলে খুব দ্রুত বল করতে পারেন উড।’
তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি এবং বাজ (কোচ ব্রেন্ডন ম্যাককালাম) উইকেটের দিকে তাকিয়ে একাদশ গঠন করেছি যা আমাদের সেরা সুযোগ দেবে। ভারত এমন একটি জায়গা যেখানে আপনাকে বিশ্বের অন্য যেকোনো জায়গার চেয়ে দল নির্বাচন নিয়ে বেশি চিন্তা করতে হবে।’
মূলত ব্যাটার হলেও পার্ট-টাইম পেস বোলিং করতে পারেন ইংলিশ অধিনায়ক স্টোকস। তবে কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার করানোয় এই সিরিজেও তিনি বোলিং করবেন না এমনটাই জানিয়ে রেখেছেন। স্পিনার হিসেবে দলে আছেন রেহান আহমেদ, টম হার্টলি ও জ্যাক লিচ।
দলে স্পিনারদের অগ্রাধিকার দেওয়া কতটা সঠিক সিদ্ধান্ত ছিল সেটা অনুমান করা যায় ম্যাচের শুরু থেকে ভারত স্পিনারদের দাপট দেখে। প্রথম দেড় ঘন্টায় ইংল্যান্ডের তিনটি উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। যার দুটি শিকার করেছেন অশ্বিন এবং একটি তুলে নেন জাদেজা।
প্রথম টেস্টে দুই দলের একাদশ:
ইংল্যান্ড: বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকেস (উইকেটরক্ষক) জাক ক্র্যাওলি, বেন ডাকেট, ওললি পোপে, জো রুট, জনি বেয়ারস্টো, রেহান আহমেদ, টম হার্টলি, জ্যাক লিচ ও মার্ক উড।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শ্রীকার ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।
আরও পড়ুন: বসুন্ধরা কিংসের লালকার্ড দেখা সেই গফুরভের জন্য দুঃসংবাদ
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এফএএস