Connect with us
ক্রিকেট

দ্রুততম রান তাড়ার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারল ইংল্যান্ড

England beat New Zealand
নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড। ছবি- ক্রিকইনফো

টেস্টে বাজবল ঘরানার ক্রিকেটকে বেশ জনপ্রিয় করে তুলেছে ইংল্যান্ড। দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকসের হাত ধরেই টেস্ট ক্রিকেটে একপ্রকারের বিপ্লব ঘটেছে। এবার সেই বাজবল ক্রিকেট খেলেই টেস্টে জয়ের নতুন এক রেকর্ড গড়ল ইংল্যান্ড। রান তারা করতে নেমে দ্রুততম সময়ে শেষ করেছে ম্যাচ।

ক্রাইস্টচার্চে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের চতুর্থ দিনে আজ শেষ হয়েছে ম্যাচ। যেখানে দ্বিতীয় ইনিংসে ১০৪ রানের লক্ষ্য পেয়েছিল ইংলিশরা। আর লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.৪ ওভারেই জয় তুলে নিয়েছে বেন স্টোকসের দল। নূন্যতম শত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এটাই টেস্ট ক্রিকেটে দ্রুততম জয়ের রেকর্ড।

ছোট এই রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ বলেই নিজের ফিফটি তুলে নিয়েছেন জেকোব ব্যাথেল। এছাড়া বেন ডাকেট ও জো রুটও দ্রুত ম্যাচ শেষ করতে ছিলেন মরিয়া। তবে ম্যাচ জয়ের অন্যতম নায়ক হিসেবে ধরা হবে ইংলিশ পেসার ব্রাইডন কার্সকে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ প্রতিপক্ষের মোট ১০ উইকেট তুলে নেন তিনি।

আরও পড়ুন:

» সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান মমিনুল এবার গড়লেন বিব্রতকর এক রেকর্ড

» শুরুর ধাক্কা সামলে সাদমান-দিপুর জুটিতে প্রথম দিন পার করল বাংলাদেশ

এদিকে প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৩৪৮ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। যেখানে অল্পের জন্য নিজের সেঞ্চুরি মিস করেন কেন উইলিয়ামসন। এরপর হ্যারি ব্রুকের ১৭১ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৪৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করলেও ২৫৪ রানের বেশি তুলতে পারেনি কিউইরা।

এতে ছোট লক্ষ্য পায় সফরকারীরা। যা পূরণ করে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। ঘরের মাঠে বাজেভাবে পরাজিত হলো নিউজিল্যান্ড। কিছুদিন আগেই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ে ফিরেছিল দলটি। তবে এবার পরিচিত কন্ডিশনেই ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে তাদের।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট