ভারতের ধর্মশালার বালুকাময় আউটফিল্ডকে বাজে বলে বর্ণনা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ড্রাইব দেওয়ার সময় প্লেয়ারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
অপরদিকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এই মাঠের আউটফিল্ড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন!
ধর্মশালায় বিশ্বকাপের প্রথম ম্যাচের পর এই মাঠের আউটফিল্ড নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এই আউটফিল্ড নিয়ে অনেক চিন্তিত ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এর আগেও প্রথম ম্যাচে ধারাভাষ্যকাররা এই আউটফিল্ডের অনেক সমালোচনা করেছেন।
মাঠের আউটফিল্ড নিয়ে চিন্তিত বাটলার বলেন, মাঠে রান বাঁচানোর জন্য আমাদেরকে ড্রাইব দিতে হয়। তবে আমার মতে এটি একটি বাজে আউটফিল্ড। এটি ড্রাইভ দেওয়ার জন্য মোটেও আদর্শ নয়। এখানে ড্রাইভ দিতে গেলে প্লেয়ারদের অনেক সতর্ক থাকতে হবে।
এছাড়া বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার জন্য ভেন্যুর ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের অধিনায়ক।
অপরদিকে এই মাঠের আউটফিল্ড নিয়ে বাংলাদেশের বোলিং কোচ রঙ্গনা হেরাথকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি তার সন্তুষ্টির কথা জানান। আর ম্যাচ অফিশিয়ালরা প্রথম ম্যাচের আউটফিল্ডকে গড় হিসেবে মূল্যায়ন করেছেন।
আগামীকাল (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টায় এই মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।
আরও পড়ুন: এক ম্যাচ জয়ের পরই র্যাঙ্কিংয়ে সুসংবাদ পেল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এমএস/এসএ