নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর আয়োজিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় নিরাপত্তা ইস্যু সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তা জনিত কারণে দেড়মাস সময় বাকি থাকতে টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আসন্ন এই মেগা টুর্নামেন্টটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ঢাকা কিংবা সিলেটের পরিবর্তে শারজা এবং দুবাইয়ের ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তবে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট।
হিদার নাইট বলেন, ‘বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার ব্যাপারটি দুঃখজনক। বাংলাদেশ দল নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে সবকিছু বিবেচনা করে এটাই হয়ত সঠিক সিদ্ধান্ত।’
বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছিল ইংল্যান্ড। তবে বিশ্বকাপটি আরব আমিরাতে সরে যাওয়ায় সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেও কিছুটা কষ্ট করতে হবে বলে মনে করেন এই ইংলিশ অধিনায়ক, বাংলাদেশের থেকে সেখানকার কন্ডিশন কিছুটা ভিন্ন হবে। সেখানকার কন্ডিশনে মানিয়ে নেয়ার জন্য ভিন্নভাবে প্রস্তুতি নিতে হবে।’
এর আগে ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে খেলেছিল ইংল্যান্ড। সেই আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরেছিল তারা। পূর্বের অভিজ্ঞতা অনুসারে নাইট মনে করেন বাংলাদেশে বিশ্বকাপ আয়োজিত দলে দর্শক বেশি হতো। তাছাড়া ইংল্যান্ডের ম্যাচে অনেকে দর্শক হয় বলেও মনে করেন এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপ বাংলাদেশে আয়োজিত হলে অনেক বেশি দর্শক হতো। ২০১৪ বিশ্বকাপে সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের ম্যাচগুলোতে অনেক দর্শক হতো। বিশেষ করে সিলেটে। খেলার মাঠে দর্শক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শকদের আওয়াজে অনেকে রোমাঞ্চিত হন। তবে আমার মনে হয় না হুট করে খুব বেশি দর্শক আসবে (আরব আমিরাতে)। তবে এ বিষয়ে আমাদের কিছু করার নেই। নিরাপত্তা সবার আগে।’
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট/বিটি/এজে