Connect with us
ক্রিকেট

বাংলাদেশে আসছে ইংল্যান্ড, চূড়ান্ত সূচি প্রকাশ

Adil Rashid and Shakib
ছবি- গুগল

দীর্ঘ ছয় বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। আগামী মার্চে দুদলের এ সিরিজ শুরু হবে।

মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বিসিবির পক্ষ থেকে সিরিজের চূড়ান্ত সূচি নিশ্চিত করা হয়।

ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড। আগামী ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এবং ৬ মার্চ। সিরিজের প্রথম দুটি ম্যাচ ঢাকায় এবং শেষটি হবে চট্টগ্রামে।

এদিকে ওয়ানডে সিরিজের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের খেলা হবে চট্টগ্রামে। আগামী ৯ মার্চ হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ।

এর আগে, ২০১৬ সালে বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড। সেবার দুদলের টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১। এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ইংলিশরা।

ওয়ানডে সিরিজ:

প্রথম ম্যাচ ১ মার্চ
দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ
তৃতীয় ম্যাচ ৬ মার্চ

টি-টোয়েন্টি সিরিজ:

প্রথম ম্যাচ ৯ মার্চ
দ্বিতীয় ম্যাচ ১২ মার্চ
তৃতীয় ম্যাচ ১৪ মার্চ

রও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট