অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় ফেরালো ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচে অজিদের রীতিমতো কোণঠাসা করেছে ইংলিশরা। অস্ট্রেলিয়াকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
লর্ডসে আগে ব্যাটিংয়ে নেমে পাহাড় সমান রান করে ইংল্যান্ড। পাহাড় সমান রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমের দিকে নিজেদের ধাঁচেই খেলছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে আছে ৬৮ রান। এর পর শুরু হয় অজিদের ব্যাটিং বিপর্যয়। পরের ৫৮ রান তুলতেই সব কয়টি উইকেট হারায় মিচেল মার্শরা।
এদিন আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ৩১৩ রানের পাহাড় সমান লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১২৬ রানে গুটিয়ে যাই সফরকারীরা। ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। ফলে এ জয়ের মাধ্যমে সিরিজে সমতায় ফেরালো ইংল্যান্ড।
আরও পড়ুন: ব্যস্ততার মাঝেই নভেম্বরে হতে পারে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের ৫৮ বলে ৮৭ রান, বেন ডাকেটের ৬২ বলে ৬৩ রান এবং লিয়াম লিভিংস্টোনের ঝোড়ো ২৭ বলে ৬২ রানের ভর কর ৩১২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ২৫ বলে ফিফটি করে লিভিংস্টোন লর্ডসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে অ্যাডাম জাম্পা ৮ ওভার বলে করে ৬৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এছাড়াও একটি করে উইকেট পাই ম্যাক্সওয়েল, মার্শ এবং হ্যাজেলউড।
৩১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৬৮ রান আছে। লড়াইটা ভালোই জমবে বলে মনে হচ্ছিল। কিন্তু এর পরই ঘটে অঘটন। ৩৪ রানে খেলা ট্রাভিস হেডকে পেসার ব্রাইডন ক্রেস বোল্ড করলে, ম্যাচ চলে যাই ইংল্যান্ডের হাতে। এরপর সঙ্গী হারা ম্যার্শ ২২ গজে বেশি ক্ষন টিকতে পারেনি। ৩৪ বলে ২৮ রান করে ফেরেন তিনি। এরপর আর কেউই ইংল্যান্ড বোলিং তোপের মুখে দাঁড়াতে পারেনি। ইংল্যান্ডের হয়ে বল হতে ৪ উইকেট পেয়েছেন ম্যাথু পটস। এছাড়া কার্স ৩টি ও আর্চার ২ উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/এইচআই