বিশ্বকাপ থেকে আগেই বাদ গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সম্মান রক্ষা ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করতে তাই আজকের ম্যাচটাও ইংলিশদের কাছে মহাগুরুত্বপূর্ণ ছিল। শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ডেভিড মালান, বেন স্টোকস এবং ক্রিস ওকসের ব্যাটে ভর করে নেদারল্যান্ডসকে ৩৪০ রানের লক্ষ্য দিয়েছে ১৯ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।
ভারতের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাটিংয়ে আসে ইংল্যান্ড। কিন্তু অন্য দিনের মত আজও জনি বেয়ারস্টো, জস বাটলার, হ্যারি ব্রুক, মঈন আলীরা ব্যর্থ হয়ে একে একে সাজ ঘরে ফেরেন। তবে এর মাঝেও উইকেটে অনড় ছিলেন ডেভিড মালান। উদ্বোধনীতে নেমে ৭৪ বলে ৮৭ রানের ইনিংস খেলা এই ইংলিশ ওপেনার এক পাশে রানের চাকা ঠিকই সচল রাখেন।
সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মালান আউট হয়ে গেলেও ‘১৯ বিশ্বকাপ জয়ের নায়ক স্টেকস আজ সে আক্ষেপ রাখেননি। মালান আউট হয়ে গেলে পরে ইংল্যান্ডের রানের চাকা সচল রাখার দায়িত্ব নেন এই ইংলিশ অলরাউন্ডার।
দলীয় ৩৩৪ রানে আউট হওয়ার আগে ৮৪ বলে ১০৮ রানের ঝকঝকে একটা ইনিংস খেলেছেন স্টোকস। সাথে ওকসের ৪৫ বলে ৫১ রানের ইনিংসে ভর করে ডাচদের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া দেখবে এক বদলে যাওয়া বাংলাদেশ!
ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৩/এমএস/এমটি