ম্যাচের বাকি ১ মিনিট, ডর্টমুন্ডের বাতাসে তখনও উত্তাপ। সমান স্কোর সিট নিয়ে গোলের দেখা পেতে মরিয়া দুদল। এমন জমজমাটই ছিল ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াই। উত্তাপ ছড়ানো দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ হাসি হাসে ইংল্যান্ড। ডাইক-গাকপোদের ২-১ গোলে হারিয়েছে বেলিংহাম-হ্যারি কেইনরা।
বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়ায় ম্যাচটি।
২০২০ সালে ইউরোর ফাইনালে উঠলেও সেবার খালি হাতে ফিরতে হয় ইংল্যান্ডকে। এবার ফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ স্প্যানিশ। ইতোমধ্যে প্রথম সেমিফাইনালে এমবাপ্পেদের হারিয়ে ফাইনালের টিকিট কেটে ফেলেছে আসরজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা লামিন ইয়ামেলরা।
আরও পড়ুন :
» ফাইনালে উঠে অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন মেসি!
» ফাইনালে আর্জেন্টিনার সামনে বিরল রেকর্ডের হাতছানি
» টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিতে রাতে ডাচদের মুখোমুখি ইংলিশরা
শেষ মুহূর্তে সাউথগেট ম্যাজিক
ম্যাচে ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুদল। জাভি সিমন্সের পা থেকে প্রথম লিড নেয় স্পেন। এরপরই পেনাল্টিতে সমতায় ফেরে হ্যারি কেনরা। দ্বিতীয়ার্ধে যখন গোলের দেখা পাচ্ছিল না কেউ, তখনই একটা চাল দেন ইংলিশদের গুরু গ্যারেথ সাউথগেট। শেষ মুহূর্তে হ্যারি কেনকে তুলে নিয়ে অলি ওয়াটকিন্সকে মাঠে নামান কোচ সাউথগেট। এছাড়া ফিল ফোডেনকে উঠিয়ে কোল পামার নামান তিনি। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের সংযুক্তি সময় শুরু আগেই ওয়াটকিন্স গোল করে বসেন, আর এতেই নেদারল্যান্ডসের বিদায়ের কফিনে শেষ প্যারেক হয়ে ঠুকে এই গোল। ফলে যায় সাউথগেটের সেই চাল।
ম্যাচের শুরু থেকেই বল নিয়ে আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। তবে ডাচদের পরিকল্পনা ছিল কিছুটা ভিন্ন, ম্যাচের চার মিনিটেই আক্রমণে যায় তারা। তবে গোলকিপার জর্ডান পিকফোর্ডের নৈপুণ্যে বেঁচে যায় ইংল্যান্ড। কিন্তু বেশিক্ষণ ঠেকানো যায়নি, সাত মিনিটে লিড নেয় নেদারল্যান্ডস। মাঝমাঠে ডেক্লান রাইসের থেকে বল কেড়ে নিয়ে একাই বক্সের ভেতরে ঢুকে শট নেন। শটের জোর যা ছিল তা আটকাতে পারেননি পিকফোর্ড।
তবে ডাচ শিবিরে উৎসব দীর্ঘ হয়নি, ১৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারির শট আটকাতে পারেননি ডাচ গোলকিপার ভারব্রুগেন। ১-১ সমতায় আক্রমণে ঝাঁজ বাড়ায় ইংলিশরা।
দ্বিতীয়ার্ধে দুই দলই বল ধরে রাখতে চেয়েছিল কিন্তু কেউই ফিনিশ করতে পারছিল না। সেই সময়ই দুটি পরিবর্তন করেন সাউথগেট। ইংলিশ কোচে সেই সাহসী সিদ্ধান্তে ম্যাজিকের মতো কাজ করে। এবার ফাইনালের জন্য প্রস্তুতি নেবে ইংরেজ শিবির। আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালের মহারণে মাঠে নামবে ইংল্যান্ড ও স্পেন।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এসএ