বাছাই পর্বের বাধা উতরাতে না পেরে গেল ভারত বিশ্বকাপে খেলা হয়নি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে সদ্য সমাপ্ত বিশ্বকাপে হতাশা জনক একটি আসর কাটিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে দশ দলের মধ্যে সপ্তম অবস্থানে থেকে শেষ করেছে ইংলিশরা। তবে তাদের বাজে অবস্থা যেন চলমান রয়েছে এখনও।
রবিবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩২৬ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় ইংলিশরা। তবে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জস বাটলার। আগে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার গড়েন ৭৭ রানের জুটি। যার মধ্যে ফিলিপ সল্ট খেলেন ২৮ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস। এরপর দুজনেই বিদায় নেন একসাথে।
ইনিংসের সর্বোচ্চ ৭১ রান করেন হ্যারি ব্রুক যার মাঝে ছিল ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারির মার। জ্যাক ক্রাউলি করেন ৬৩ বলে ৪৮ রান। স্যাম কারান রানআউট হন ২৬ বলে ৩৮ রান করে। ব্রাইডন কার্স ২ ছয় ও ২ চারে ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ২৬ রান করেন উইল জ্যাক।
বেন ডাকেটের ব্যাট থেকে আসে ২০ রান। জস বাটলার আউট হয়ে যান ১৩ বলে ৩ রান করে। ছোট বড় পার্টনারশিপে ৩২৫ রানের পুজি পায় ইংল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ক্যারিবীয়রা। অ্যালিক আথানাজে এবং ব্রেন্ডন কিং গড়েন ১০৪ রানের উদ্বোধনী জুটি। অ্যালিক আথানাজে করেন ৬৫ বলে ৬৬ রান। ৪৪ বলে ৩৫ রান করেন ব্রেন্ডন কিং। পরপর দুই ওভারে দুই ওপেনার আউট হয়ে ফিরে যায়। এরপর কিচি কার্টি ক্রিজে থিতু হওয়ার চেস্টা করলেও ৩৯ বলে ১৬ রান করে ফিরতে হয় তাকে।
অধিনায়ক শাই হোপের ব্যাটে আশা বাঁচিয়ে রাখে ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দূর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। ৮২ বলে নিজের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৮৩ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন শাই হোপ। তার খেলা শত রানের ইনিংসে ছিল ৪টি চার ও ৭টি ছক্কার মার।
ইনিংসের ৪৯তম ওভারে স্যাম কারানকে ৩টি ছক্কা হাকিয়ে পূরণ করেন নিজের সেঞ্চুরি। এরই সঙ্গে দলকেও জিতিয়ে মাঠ ছাড়েন হোপ। রান তাড়ায় রোমারিও শেফার্ডের ২৮ বলে ৪৮ রানের ক্যামিও ইনিংসও ছিল গুরুত্বপূর্ণ। ৪৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই ইংলিশদের করা রান টপকে যায় ক্যারিবীয়রা।
এতে করে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: টান টান উত্তেজনার ম্যাচে শেষ হাসি ভারতের
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৩/এসএফ/এজে