Connect with us
ক্রিকেট

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংল্যান্ড, সেমির পথে অজিরা

Aus vs Eng
অষ্ট্রেলিয়া দল। ছবি- সংগৃহীত

চলমান বিশ্বকাপে এখনো চেনা রূপে ফিরতে পারেনি ইংল্যান্ড। বিশ্বকাপে অর্ধেকর বেশি ম্যাচ খেলেও পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থ্রি লায়ন্সরা। ৭ ম্যাচ খেলে জয় পেয়েছে কেবল ১ টি তাও টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের সাথে। এবার চিরপ্রতিদ্বন্দ্বী অষ্ট্রেলিয়ার সাথে হেরে বিশ্বকাপ থেকে সম্পূর্ণরূপে ছিটকে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আজ শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে শুরুতে অষ্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড দলপতি জস বাটলার। প্রথম ইনিংস শেষে ২৮৭ রানের টার্গেট পায় ইংল্যান্ড। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। ১৯ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জো রুটও। এরপর দলের হাল ধরেন মালান ও বেন স্টোকস। তৃতীয় উইকেট জুটিতে ১০৯ বলে ৮৪ রান যোগ করে এই দুই ব্যাটার। এই জুটি পতনের পর আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড।

মাঝে স্টোকস ও মঈন আলী কিছুটা আশা জাগালেও তাদের উইকেট পতনের পর তাও পন্ড হয়ে যায়। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ২৫৩ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ৩৩ রানে জয় পায় অজিরা। অষ্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৩ টি এবং স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স মিলে ২ টি করে উইকেট নেন।

এদিকে টস হেরে ব্যাটিংয়ে নামা অজিদের শুরুটা তেমন ভালো হয়নি। মাত্র ৩৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে প্যাট কামিন্সের দল। গত ম্যাচে শতক হাকানো ট্রাভিস হেডকে ১১ রানে আর উড়ন্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারকে ব্যক্তিগত ১৫ রানে আউট করে শুরুতেই জোড়া আঘাত হানেন ক্রিস ওকস। পরে স্টিভ স্মিথের ৪৪ রান, লাবুশেনের ৭১ রান, ক্যামেরুন গ্রিনের ৪৭ এবং স্টয়নিস-জাম্পার মাঝারি ক্যামিওতে ২৮৬ রানের সংগ্রহ করে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ক্রিস ওকস। এছাড়া মার্ক উড-আদিল রশিদ দুজনেই ২ টি করে উইকেট নেন। উইলি এবং লিভিংস্টোন ১ টি করে উইকেট নেন।

এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালের জায়গা কিছুটা পাকাপোক্ত করলো অজিরা। ৭ ম্যচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তারা। পরবর্তী দুইটি ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশের মুখোমুখি হবে ওয়ার্নার-স্মিথরা।

আরও পড়ুন: বেঙ্গালুরুর বৃষ্টি আর ফখরের ঝড়ে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/০৪নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট