Connect with us
ফুটবল

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিতে ইংল্যান্ড

England reached the semi-finals after defeating Switzerland in a tiebreaker
সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড। ছবি- সংগৃহীত

গতকাল ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন ও ফ্রান্স। এবার তৃতীয় দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। কোয়ার্টারে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। পর পর দুইবার ইউরোর সেমিতে জায়গা করে নিয়েছে জেরাথ সাউথগেটের দল।

ডুসেলডর্ফ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দুই দল। নিজেদের মধ্যে পাস দিয়ে খেলা চালিয়ে যায় তারা। ধীরে ধীরে আক্রমণে ওঠার চেষ্টা করলেও রক্ষণভাগের দৃঢ়তায় তাও ভেস্তে যায়। প্রথমার্ধে অন টার্গেটে শট নিতে পারেনি কোনো দলই। বলার মতো কোনো আক্রমণ তৈরি না হওয়ায় গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে প্রথমেই আক্রমণে যায় সুইজারল্যান্ড। ম্যাচের ৫৭ মিনিটে রদ্রিগেজের ক্রস থেকে বক্সের মধ্যে ডাইভ দিয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন ব্রিল এমবোলো। তবে ইংল্যান্ডের ডিফেন্ডার কনসা বল আটকে দেন। অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় সুইসরা। বক্সের ডানপাশ থেকে দারুণ এক ক্রস করেন ভার্গাস, যা জন স্টনসের সঙ্গে হালকা লেগে পেছনে থাকা এমবোলোকে খুঁজে পায় এবং এমবোলোর হালকা স্পর্শেই বল জালে জড়ায়।

আরও পড়ুন:

» ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে ফেবারিট কে? 

» এক গোল দিয়েই সেমিফাইনালে উঠেছে ফ্রান্স!

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সুইজারল্যান্ড। এর পাঁচ মিনিট পরেই বুকায়ো সাকার গোলে সমতায় ফিরে পায় ইংল্যান্ড। রাইট উইংয়ে থাকা সাকা রাইসের পাস থেকে বল নিয়ে বক্সের ভেতরে প্রবেশের আগে শট নেওয়ার জায়গা পেয়ে যান। আর বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে রক্ষণ ভেদ করে বল জালে জড়ান এই আর্সেনাল তারকা।

পরপর দুই গোলের পর ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। তারপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১২০ মিনিটেও ১-১ সমতা বিরাজ করায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। সেখানে সুইসদের ৫-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল