Connect with us
ফুটবল

ফিনল্যান্ডের জালে গোল উৎসব করে জয়ে ফিরল ইংল্যান্ড

England football team
ইংল্যান্ড ফুটবল দল। ছবি: সংগৃহীত

গতকাল (রোববার) ফিনল্যান্ডের হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে নেশন্স লিগের ফিনল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। এ ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে দাপুটে জয় পায় ইংলিশরা। ৩-১ গোলের ব্যবধানে ফিনল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরল ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডরা।

এর আগে ওয়েম্বলিতে গ্রিসের বিপক্ষে ২-১ গোলে হারে ইংল্যান্ড। পূর্ববর্তী ম্যাচে হারের হলে এ ম্যাচে ৬টি পরিবর্তন আনেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি। চোট কাটিয়ে মাঠে নেমেছিলেন হ্যারি কেইন ও গ্রিলিশ। ২০২০ সালের পর প্রথমবার ইংল্যান্ডের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান ডিন হেন্ডারসন।

এ ম্যাচে প্রথম থেকেই নিজেদের দখলে বল রাখে ইংল্যান্ড। একচেটিয়া আধিপত্য দেখান তারা। ১৮ মিনিটের মাথায় প্রথম ভালো সুযোগেই কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে নেই ইংল্যান্ড। গোমেসের চমৎকার পাস বক্সে পেয়ে ডান পায়ের নিচু শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গ্রিলিশ।

আরও পড়ুন: ঢাকাকে না করে রংপুরের ডেরায় নাম লেখালেন বিশ্বকাপজয়ী তারকা

প্রথমার্ধে গোলের জন্য মোট ৬টি শট মারে ইংল্যান্ড। তবে মাত্র একটি শট লক্ষ্যভেদ করে। এই সময়ে ফিনল্যান্ডের ৮ শটের দুটি লক্ষ্যে ছিল। তবে দুটিই অনায়াসে বাঁধা প্রদান করেন হেন্ডারসন। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাই ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে খানিকক্ষণ পর ৫৬ মিনিটে ফিনল্যান্ডকে সমতায় আনার সুযোগ পান ফ্রেদরিক ইয়েনসেন। তবে এ সুযোগ হাতছাড়া করেন তিনি। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন ইয়েনসেন।

৭৪তম মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে ফিনল্যান্ডের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। এরপর ৮৪ মিনিটে রাইসের গোল ব্যবধান আরও বাড়ে। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে ব্যবধান কমান হসকনেন। ফলে ৩-১ গোলের জয় পাই ইংল্যান্ড।

এ জয় নিয়ে চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বি’ লিগের দুই নম্বর গ্রুপে দ্বিতীয় অবস্থান দখল করেছে ইংল্যান্ড। তাদের সমান পয়েন্ট নিয়ে গোলের পার্থক্য থাকায় এ গ্রুপের শীর্ষে অবস্থান করছে গ্রিস। যদিও তারা এক ম্যাচ কম খেলেছেন। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। চার ম্যাচেই হেরে এই তালিকায় তলানিতে অবস্থান করছে ফিনল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল