
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ন্যাট-সিভার ব্রান্টকে ফের ইংল্যান্ড নারী দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। হিদার নাইটের জায়গায় দায়িত্ব নিচ্ছেন তিনি।
ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে সিরিজ থেকেই তার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সিভার-ব্রান্ট ইংল্যান্ডের হয়ে ২৫৯টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে টেস্টে তার গড় ৪৬.৪৭, ওয়ানডেতে ৪৫.৯১ এবং টি-টোয়েন্টিতে ২৮.৪৫। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ১৮১টি উইকেট।
আরও পড়ুন
» চট্টগ্রাম টেস্টে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
» দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ! কারণ জানা গেল
অধিনায়ক হিসেবে তিনি এখন পর্যন্ত ১২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৯টিতেই এসেছে জয়।
সাম্প্রতিক উইমেনস প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দুর্দান্ত পারফর্ম করে ৫২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন সিভার-ব্রান্ট। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স সেই আসরে চ্যাম্পিয়ন হয়।
ইংল্যান্ড দলে তিনি আবারও একসঙ্গে কাজ করবেন মুম্বাইয়ের কোচ ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের সঙ্গে, যিনি বর্তমানে ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ।
নতুন দায়িত্ব পেয়ে সিভার-ব্রান্ট বলেন, এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। দলের প্রত্যেক খেলোয়াড়কে সেরা পারফরম্যান্স দিতে সহায়তা করাই আমার লক্ষ্য। শার্লটের সঙ্গে আবারও কাজ করতে পারা সত্যিই দারুণ অনুভূতির।
ইংল্যান্ড নারী দলের ব্যবস্থাপনা পরিচালক ক্লেয়ার কনার বলেন, নাট অসাধারণ একজন ক্রিকেটারই নন, একজন দূরদৃষ্টিসম্পন্ন এবং দৃঢ় নেতাও। দলের ওপর তার প্রভাব গভীর এবং শার্লটের সঙ্গে সে দারুণ এক নেতৃত্ব জুটি গড়ে তুলবে।
সূত্র : দ্য গার্ডিয়ান
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এসএ
