Connect with us
ক্রিকেট

ধসে পড়লো ইংল্যান্ডের ব্যাটিং লাইন, দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে

ENG vs SA
এভাবেই ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। আর কপাল পোড়ে আফগানদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে এসেই সেমিফাইনালের সমীকরণে ছিল আফগানিস্তান। কিন্তু সমীকরণ মেলানোর আগেই তাদের ভাগ্যের দরজা বন্ধ করলো ইংল্যান্ড। খুব অলৌকিক কিছু হতে হতো দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে। কিন্তু প্রথম ইনিংস শেষে বোঝা গেছে বড় কিছুই ঘটেনি।

শনিবার (১ মার্চ) বি গ্রুপের শেষ ম্যাচে করাচিতে মার্কো ইয়ানসেনের দুর্দান্ত পারফরম্যান্সে ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৭৯ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার মাত্র ১৮০ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করলে ইংল্যান্ডকে কমপক্ষে ২০৭ রানে জিততে হতো। কিংবা পরে ব্যাট করলে ইংল্যান্ডকে মাত্র ১১.১ ওভারেই মধ্যে জয় পেতে হতো। কিন্তু অল্প রানের স্কোরবোর্ডে এসব হওয়া আর সম্ভব হচ্ছে না। তাই সেমির দরজা বন্ধ হলো আফগানদের।


আরও পড়ুন:

» রিয়াল ও লিভারপুলে খেলা তারকা এখন বাংলাদেশের লিগে!

» চ্যাম্পিয়ন্স ট্রফির পর কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ?


এদিন বল হাতে ইয়ানসেন নিজে নিয়েছেন ৩ উইকেট। সঙ্গে নিয়েছেন দুই দারুণ ক্যাচ। উইয়ান মুল্ডারের ঝুলিতেও গিয়েছে ৩ উইকেট। সর্বোচ্চ ৩৭ রান জো রুটের। ইংল্যান্ড বড় ব্যবধানে জেতার মতো রানই জমা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে যে ব্যবধানেই হারুক না কেন, তার জন্য আফগানিস্তানের পেছনে পড়ার সুযোগ থাকছে না। অস্ট্রেলিয়ার সাথে সেমি নিশ্চিত হচ্ছে আফ্রিকারও। অন্য দিকে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে নাম লিখিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট