Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণায় ইংল্যান্ডের বড় চমক!

Australia vs england
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে ইংল্যান্ড। ছবি- সংগৃহীত

সেপ্টেম্বরের ১১ তারিখ ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে ইংল্যান্ড। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পরে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ খেলবে দুদল।

সিরিজ দুটি সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই ফরম্যাটেই কামব্যাক করেছেন ইংলিশ পেসার জোফরা আরচার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণায় ইংল্যান্ডের বড় চমক— টি-টোয়েন্টি স্কোয়াড।

সবাইকে অবাক করে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে নতুন পাঁচ ক্রিকেটারকে স্কোয়াডে নিয়েছে ইসিবি। নতুন পাঁচ মুখ হলেন— জর্ডান কক্স, জ্যাকব বেথেল, ডান মাউসলি, জস হুল ও জন টার্নার।

আরও পড়ুন : 

» সেই ঘটনায় আইসিসি থেকেও দুঃসংবাদ জুটলো সাকিবের (ভিডিও)

» টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সুসংবাদ বাংলাদেশের

আগামী ১১ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

ইংল্যান্ডের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে ৫ নতুন মুখ হলো- জর্ডান কক্স, জ্যাকব বেথেল, ডান মাউসলি, জস হুল ও জন টার্নার। এছাড়া তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ব্রাইডন কার্স।

টি-টোয়েন্টি সিরিজ— ১৫ সদস্যের ইংল্যান্ড স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), জোফরা আরচার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারেন, জোস হুল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মাউসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, জন টার্নার।

ওডিআই সিরিজ— ১৫ সদস্যের ইংল্যান্ড স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), জোফরা আরচার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডকেট, জোস হুল, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিসি টপলি, জন টার্নার

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট