Connect with us
ক্রিকেট

রেকর্ডবুকে ইংলিশ-ক্যারিবীয়দের টি-টোয়েন্টি সিরিজ, যা আর কারো নেই

westindis vs England
চার-ছক্কার বৃষ্টি— সিরিজটিকে নান্দনিক করেছে। ছবি- সংগৃহীত

দুদিন আগেই শেষ হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইংলিশ ঝড় উঠলেও শেষ হাসি হেসেছে আন্দ্রে রাসেলরা। ৩-২ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে নিলেও মাঠের ঝড় এখনো বয়ে যাচ্ছে ক্রিকেট পাড়ায়।

বাঘ-বাঘে লড়াই হলে যা হয়, তাই হয়েছে পুরো সিরিজ জুড়ে। চার-ছক্কার বৃষ্টি— সিরিজটিকে নান্দনিক করেছে। হয়েছে নতুন ইতিহাস, বেঙে চুরমার হয়েছে পুরনো রেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড হয়েছে এই সিরিজে।

মোট ১২০টি ছক্কা হয়েছে পুরো সিরিজ জুড়ে—যে রেকর্ড আর কারো নেই। শুধু তাই নয়; দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে ছক্কার সেঞ্চুরি পর্যন্ত কারো নেই। তাইতো এই সিরিজ ঘিরে এতো রঙ, এতো আলোচনা। এই সিরিজে ছক্কা বন্যা বইয়ে দিয়েছেন দুদেশের ব্যাটাররাই। এর মধ্যে ইংলিশ ওপেনার ফিল সল্ট একাই হাঁকিয়েছেন ২২টি ছক্কা।

westindis win t-20

৩-২ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছে। ছবি- ক্রিকইনফো

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১২টি করে ছক্কা হাঁকিয়েছেন লিয়াম লিভিংস্টোন ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

England Historic Run

রেকর্ড গড়া সিরিজে ইংল্যান্ডের ইতিহাস গড়া স্কোর। ছবি- ক্রিকইনফো

এদিকে বিশ্বরেকর্ড গড়া এই সিরিজের আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল সার্বিয়া-বুলগেরিয়ার দখলে। ২০২২ সালে এই দুদেশের মধ্যকার সিরিজে ৯৭টি ছক্কা হয়েছিল। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৯৬টি ছক্কার রেকর্ডের ম্যাচটিও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দখলে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কোচিং স্টাফে থাকবেন পোলার্ড?

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট