ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড। লর্ডসে জেমস অ্যান্ডারদনের বিদায়ি ম্যাচে অভিষেক হয়েছে ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের। আর অভিষেক ম্যাচেই বল হাতে রেকর্ড গড়েছেন এই পেসার।
লর্ডসে টস জিতে প্রথমে বোলিং করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১২১ রানেই অলআউট করে দেয় ইংল্যান্ড। দলের হয়ে ১২ ওভারে ৫ মেডেনসহ ৪৫ রান খরচায় ৭ উইকেট শিকার করেছেন অভিষিক্ত অ্যাটকিনসন।
এতে লর্ডসের মাটিতে চতুর্থ বোলার হিসেবে টেস্ট অভিষেকে এক ইংনিংসে সর্বনিম্ন ৭ শিকার করেছেন এই অ্যাটকিনসন। এর আগে ১৯৭২ সালে দুই ইনিংসেই ৮টি করে উইকেট নিয়েছিলেন স্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি।
আরও পড়ুন:
» কোচিং স্টাফের অন্যদের চেয়ে বাড়তি বোনাস ফিরিয়ে দিলেন দ্রাবিড়
» লামিন ইয়ামাল ও মেসির ভাইরাল ছবির নেপথ্যের ঘটনা
» ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট ম্যাচসহ আজকের খেলা (১২ জুলাই ২৪)
এদিন ইংল্যান্ডের হয়ে প্রথম আঘাত হানেন অ্যাটকিনসন। দলীয় ৩৪ রানে ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের স্টাম্প উড়িয়ে আন্তর্জাতিক টেস্টে প্রথম উইকেটের দেখা পান তিনি। এক ওভার পর ফিরিয়ে দেন নতুন ব্যাটার হিসেবে ক্রিকেট কার্ক ম্যাকেঞ্জিকেও।
মাঝে ওপেনার মিকাইলের উইকেট তুলে সফরকারীদের চাপে ফেলে দেন বেন স্টোকস। তবে চাপ সামলে আলিক আথানেজ ও কাভিম হজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। তবে দলীয় ৮৮ রানের মাথায় আথানেজকে ফিরিয়ে তাদের ৪৪ রানের জুটি ভেঙে দেন অ্যাটকিনসন।
এরপর একে একে জেসন হোল্ডার, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ ও শামার জোসেফদের ফিরিয়ে ৭ উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী এই পেসার।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/বিটি