সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছেন সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড রয়েছে এই তারকার। নতুন করে হয়ত তার নামের পাশে কোনো রেকর্ড যুক্ত হবে না। তবে তার রেকর্ড ভাঙা কিংবা রেকর্ডে ভাগ বসাবেন অনেকেই।
সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট দিয়ে সাকিবের একটি রেকর্ড ভেঙে দেন মেহেদি হাসান মিরাজ। দেশের বাইরে টেস্টে তার সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি ছাড়িয়ে যান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। এবার সাকিবের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের তারকা স্পিনার শোয়েব বসির।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হাগলে ওভালের পিচে ৪ উইকেট নিয়ে সাকিবের প্রায় ৮ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন বসির। ২০১৭ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চের এই পিচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট শিকার করেছিলেন সাকিব। পেস নির্ভর এই পিচে এতদিন এটাই ছিল কোনো স্পিনারের এক ইনিংসে সর্বোচ্চ উইকেট।
আরও পড়ুন:
» নতুন রেকর্ডের মালিক হলেন লামিনে ইয়ামাল
» সিরিজ চলাকালেই বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হলেন নতুন ক্রিকেটার
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ক্রাইস্টচার্চে শুরু হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৯ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। দলে হয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেই নিজের জাত চিনিয়েছেন কেন উইলিয়ামসন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার ৯৩ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক টম লাথাম ৪৭ এবং গ্লেন ফিলিপসের ব্যাট থেকে এসেছে ৪১ রান।
ইংল্যান্ডের হয়ে বল হাতে বাজিমাত করেছেন বসির। যেই পিচে সবসময় পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন সেখানে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন এই স্পিনার। আগামীকাল আরেকটি উইকেট নিতে পারলেই সাকিবের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারবেন এই তারকা।
এছাড়া বাকি চারটি উইকেট নিয়েছেন পেসাররা। যার মধ্যে গুস অ্যাটকিনসন ২টি এবং ব্রাইডন কার্স ২টি উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/বিটি