আর মাত্র ১০দিন পরে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাটে-বলের ধুন্ধুমার লড়াই। তবে এর আগেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংলিশ হার্ড-হিটার ব্যাটার হ্যারি ব্রুক৷
আইপিএলের মিনি নিলাম থেকে ৪ কোটি রুপিতে ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। আর সেই ম্যাচে হ্যারি ব্রুককে দলে পাবেনা দিল্লি। ফলে টুর্নামেন্টে শুরু না হতেই বিপদে পড়ছে দলটি৷
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে৷ প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত কারণে খেলা থেকে দূরে আছেন এই তারকা ব্যাটসম্যান। তবে আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ক্রিকবাজ। এর আগে ভারতের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের ইংলিশ দল থেকেও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। সম্প্রতি জাতীয় দলেও দেখা যাচ্ছে না তাকে।
এদিকে গত জানুয়ারিতে প্রকাশিত এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, ‘এই সময়ে ব্রুকের পরিবার তাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। একইভাবে গণমাধ্যম ও সাধারণ মানুষদের প্রতি ব্রুকের পরিবারের অনুরোধ মেনে সম্মান জানানোর অনুরোধ করছে ইসিবি।’
ধারণা করা হচ্ছে, ঠিক একই কারণে আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুক৷ তবে আশঙ্কা করা হচ্ছে, আচমকা নাম প্রত্যাহারের ফলে টুর্নামেন্টকে ঘিরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের পথে ধাক্কা খাবে দিল্লি ক্যাপটিলাস৷ হ্যারি ব্রুক নিজেকে ফ্রাঞ্চাইজি থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি দিল্লি ম্যানেজমেন্ট ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে অবহিত করেছে।
আরও পড়ুন: টেস্ট বোলিংয়ের হারানো মুকুট ফিরে পেলেন অশ্বিন
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/টিএইচ/এমটি