Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দেখছেন ইংলিশ তারকা

Bangladesh in 2025 Champions Trophy
ফেব্রিয়ারিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি- সংগৃহীত

লম্বা বিরতির পর মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে । যেখানে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশসহ মোট ৮ দল অংশ নেবে। আর আসন্ন এই টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশকে দেখছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে বড় চমক দেখিয়েছিল বাংলাদেশ। এই বৈশ্বিক টুর্নামেন্টটির সেমিফাইনালে খেলেছিলেন সাকিব-তামিমরা। যা ছিল আইসিসি ইভেন্টের বাংলাদেশের প্রথম সেমিফাইনাল। তবে সেই সময়টাকে বলা হয়ে থাকে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সোনালি যুগ। সেই সময়ের ওয়ানডে দলের সঙ্গে বাংলাদেশের বর্তমান ওয়ানডে দলের বড় পার্থক্য রয়েছে। তাই আসন্ন এই মেগা ইভেন্ট নিয়ে খুব বেশি প্রত্যাশাও নেই।

তবে বাংলাদেশের ওপর বড় আস্থা রাখছেন ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলস। তিনি মনে করেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। মূলত উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় রেখে এমন মন্তব্য করেছেন এই তারকা।

আরও পড়ুন:

» নাহিদের পর পিএসএলে দল পেলেন আরো দুই বাংলাদেশি

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

» চমক দেখালো বিসিবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন আউট, ইমন ইন

হেলস বলেন, ‘আমার মনে হয় এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জন্য ভালো সুযোগ রয়েছে। উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো খেলে থাকে। এজন্যই আমি বাংলাদেশের সুযোগ দেখছি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা।’

বাংলাদেশ ছাড়া সেমিফাইনালের চার দলের মধ্যে নিজ দেশ ইংল্যান্ডকেও রেখেছেন হেলস। তিনি বলেন, ‘আমার মনে হয় সেমিফাইনালে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ।’

Alex Hales_RR

সম্প্রতি রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএল খেলেছেন হেলস। ছবি- সংগৃহীত

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে স্বাগতিক পাকিস্তান ছাড়াও রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই টুর্নামেন্টে অংশ নেবে টিম টাইগার্স।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ভারতের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।দুবাইয়ে প্রথম ম্যাচ শেষে পাকিস্তানে পাড়ি জবাবে টাইগাররা। সেখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবেন শান্তরা।

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট