Connect with us
ক্রিকেট

দুই দেশের হয়ে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন যে ক্রিকেটার

ইয়ন মরগান
বিশ্বকাপ শিরোপা হাতে ইয়ন মরগান। ছবি- গুগল

ইয়ন জোসেফ জেরার্ড মরগান, যাকে সবাই ইয়ন মরগান হিসেবে চেনে। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড এই দুই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে অধিনায়কত্ব ও শতক হাকিয়েছেন।

ইয়ন মরগানের জন্ম ১৯৮৬ সালের ১০ ডিসেম্বর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। ছোট্ট থেকেই তার স্বপ্ন ছিল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা।

২০০৪ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে ইয়ন মরগান মাঠে নামেন। তিনি আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানও সংগ্রহ করেন।

এছাড়া ২০০৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের অধিনায়ক হয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মরগান।

ইয়ন মরগান

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেন ইয়ন মরগান: ছবি- গুগল

পরবর্তীতে স্বপ্নের দেশ ইংল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব আসে তার কাছে। পরে ২০০৯ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের হয়ে প্রথম ওয়ানডে অভিষেক হয় তার। পরের বছর ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হয়।

২০১২ সালে ইংলিশ অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলে মরগানের নেতৃত্বে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে ইংল্যান্ড।

এর দুবছর পর ২০১৪ সালে লঙ্কানদের বিপক্ষে সিরিজে ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হন তিনি। ২০১৬ সালে তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয় ইংল্যান্ড।

সর্বশেষ ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে মরগানের নেতৃত্বে শেষ ওভারের নাটকীয়তায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান করেছেন তিনি। ৩৫ বছর বয়সে ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ইয়ন মরগান।

আরও পড়ুন: টাইগ্রেস অলরাউন্ডার রুমানার রহস্যময় বার্তা

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৩/আরএইচ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট