Connect with us
ক্রিকেট

সুপার এইটে যেতে বাংলাদেশের সামনে কেমন সমীকরণ

Equation in front of Bangladesh to go to the Super Eight
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল টাইগাররা। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই হারের স্বাদ গ্রহণ করতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ৪ রানে হেরেছে লাল-সবুজের দল। এর ফলে পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার এইটে যাওয়ার সমীকরণ কিছুটা কঠিন হয়েছে শান্তদের জন্য।

সুপার এইটে যেতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা ছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে লঙ্কান পরীক্ষায় পাশ করলেও প্রোটিয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি টাইগারা। আর গ্রুপ ডি থেকে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা।

দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে তালিকার তিনে নেদারল্যান্ডস। আর এখনো কোনো জয় না পাওয়া নেপাল ও শ্রীলঙ্কা যথাক্রমে তালিকার চার ও পাঁচে অবস্থান করছে।

আরও পড়ুন:

» সাকিবের কড়া সমালোচনায় শেবাগ, অবসরের পরামর্শ

» আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় ম্যাথু ওয়েডকে আইসিসির তিরস্কার

গ্রুপ পর্বে এখনো দু’টি ম্যাচ বাকী রয়েছে বাংলাদেশের, যেখানে একটিতে প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং অপরটিতে প্রতিপক্ষ নেপাল। এই দুটো ম্যাচেই জয় পেলে সুপার এইট নিশ্চিতে আর কোনো বাধা থাকবে না টাইগারদের জন্য। তবে একটি ম্যাচ হেরে গেলে অন্যান্য দল ও রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের।

এদিকে নেদারল্যান্ডস বাকী দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। এক্ষেত্রে নেদারল্যান্ডস যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচে তাকিয়ে থাকতে হবে টাইগারদের। সেখানে লঙ্কানদের জিততেই হবে। যদি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস প্রতিটি দলই ৪ পয়েন্ট করে পায় তাহলে নেট রানরেটে যারা এগিয়ে থাকবে তারাই ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাবে। অন্যদিকে নেপালের এখনো ৩টি ম্যাচ বাকী রয়েছে। তাদের জয়-পরাজয়ের উপরও অনেক কিছু নির্ভর করছে।

 গ্রুপ-ডি এর পয়েন্ট টেবিল

দলম্যাচজয়হারড্রপরিত্যক্তপয়েন্টরানরেট
দক্ষিণ আফ্রিকা০.৬০৩
বাংলাদেশ০.০৭৫
নেদারল্যান্ডস০.০২৪
নেপাল-০.৫৩৯
শ্রীলঙ্কা-০.৭৭৭

বাংলাদেশের বাকী দুই ম্যাচে প্রতিপক্ষ তুলনামূলক সহজ। তাই তাদের বিপক্ষে জয় তুলে নিয়ে রান রেটের সমীকরণ এড়িয়ে সহজেই সুপার এইট নিশ্চিত করতে চাইবে টাইগাররা। যদিও নেদারল্যান্ডস বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। তবে এর আগেও টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে অনেকবার ডাচদের হারিয়েছে টাইগাররা। তাই এ নিয়ে নিশ্চয়ই চিন্তিত নয় টাইগার শিবির।

ক্রিফোস্পোর্টস/১১জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট