Connect with us
ফুটবল

ম্যানসিটিতে যোগ দিতে শর্ত জুড়ে দিলেন নতুন মেসিখ্যাত এচেভেরি

Crifo echeveri messi
ম্যানসিটিতে যেতে শর্ত দিলেন নতুন মেসিখ্যাত এচেভেরি।

গেল অনূর্ধ্ব-১৭ কোপা আমেরিকায় নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কেড়েছিলেন আর্জেন্টাইন তরুণ তুর্কি ক্লদিও এচেভেরি। মাত্র ১৭ বছর বয়সেই গণমাধ্যমের কল্যাণে পেয়ে গেছেন ‘নতুন মেসি’ খেতাব। ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব গুলো তাকে দলে ভেড়াতে মুখিয়ে থাকলেও শেষ পর্যন্ত তার ম্যানসিটিতে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে নতুন ক্লাবে যাওয়ার আগে এচেভেরি জুড়ে দিলেন এক নতুন শর্ত।

ম্যানসিটিতে এচেভেরির যাওয়া ছিল সময়ের দাবি। তবে এখন এই আর্জেন্টাইন খুদে তারকার শর্ত পূরণ হলেই ম্যানসিটির সাথে চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। শর্তে এচেভেরি উল্লেখ করেন, রিভারপ্লেটের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ধারে দলটির হয়ে খেলার সুযোগ দিতে হবে তাকে। এ বছরের শেষ পর্যন্ত রিভারপ্লেটের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে এচেভেরির।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি একটি প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করে। সেখানে এচেভেরির প্রতিনিধি এনজো মন্তেপাওন বলেন, ‘ক্লদিও রিভারের হয়ে কোপা লিবার্তোদোরেসে খেলতে চায়। যদি সিটি বিষয়টি না মেনে নেয়, তবে এই চুক্তিটি এগোবে না। অন্য একাধিক ক্লাব তাকে দলে নিতে উদগ্রীব হয়ে আছে। সে পুরো কোপা লিবার্তাদোরেস খেলতে চাইছে, এ বিষয়ে আমরা কথা বলেছি। বাস্তবতা হল সে স্পষ্টভাবে রিভারে থাকতে এবং খেলতে চায়।’

প্রতিবেদন থেকে জানা যায় ম্যানসিটির সাথে এচেভেরির চুক্তিটি প্রায় শেষের দিকে, কেবল ছোট কিছু বিষয় রয়েছে। ইতোমধ্যে তার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। অর্থের বিষয়টি এখনো গোপনীয় রাখছে উভয়পক্ষ। রিভারপ্লেট যখন চুক্তিটি অফিশিয়ালি করবে তখন তারা এটা সামনে আনবে।

এদিকে ম্যানসিটি তাদের গ্রুপের আরেক স্প্যানিশ ক্লাব জিরোনাতে এক মৌসুমের জন্য এচেভেরিকে লোনে খেলাতে চেয়েছিলেন। তবে বিষয়টি নাকি মানতে চাননি তিনি। এচেভেরির লক্ষ্য আরও এক মৌসুম রিভারপ্লেটের হয়ে খেলা। এ নিয়ে মন্তেপাওন বলেন, ‘আমি জানি না এর মধ্যে আবার জিরোনার প্রসঙ্গ কোথা থেকে আসল। কিন্তু আমি মনে করি রিভার ছাড়ার পর সে সরাসরি সিটিতে যোগ দেবে।’

এর আগে মাত্র ১০ বছর বয়সে রিভারপ্লেটে যোগ দেন এচেভেরি। ২০২২ সালে রিজার্ভ দলের হয়ে অভিষেক হয় তার। সেই ম্যাচে ভালো করে জায়গা করে নেন মূল দলে। এচেভেরির খেলার ধরনে মেসির সঙ্গে অনেক মিল থাকায়, এরইমাঝে তাকে ‘নতুন মেসি’ তকমা দেয়া হয়েছে। গেল যুব কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি; করেছেন ৫ গোল এবং ৩ এসিস্ট।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর মিরাজ-ইমরুলদের কোম্পানি

ক্রিফোস্পোর্টস/৭ জানুয়ারি ২৪/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল