Connect with us
ফুটবল

ইউরো ২০২৪ : এমবাপ্পেদের কাঁদিয়ে ফাইনালে স্পেন

France vs spain UERO 2024
ক্লাসিক্যাল সেমিফাইনালে ফ্রান্সকে হতাশার নীল সমুদ্রে ডুবিয়েছে স্পেন। ছবি- উয়েফা

জার্মানির মিউনিখ স্টেডিয়াম আজ ছিল কানায় কানায় পূর্ণ। স্পেন-ফ্রান্সের মহারণ এদিন শুরু থেকেই রঙ ছড়ায়। ইউরো ২০২৪ এর ক্লাসিক্যাল সেমিফাইনালে ফ্রান্সকে হতাশার নীল সমুদ্রে ডুবিয়েছে স্পেন। ২-১ গোলের জয়ে বার্লিনের ফাইনালে পৌঁছে গেছে স্পেন, কেঁদেছে এমবাপ্পে ফরাসি শিবির।

এদিন ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় প্রথমার্ধের তিন গোলে। ক্লাসিক্যাল ম্যাচে মাত্র ২৪ মিনিটের মাথায় তিনটি গোল হয়। ম্যাচ শুরু ৮ মিনিটে প্রথম গোল করে ফ্রান্স, এর পরই টানা দুই গোল করে হজম করে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের ৮ম মিনিটে এমবাপ্পের এসিস্ট থেকে গোল করেন কোলো মুয়ানি। ফ্রান্সের দেওয়া সেই লিড ফেরত দিতে স্পেন সময় নিয়েছে মাত্র ১৬ মিনিট। এর চার মিনিট পরই আরেকটি গোল করে স্পেন জানান দেয় কেন ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে এসেছে তারা।

আরও পড়ুন :

» নেইমারের মাঠে ফেরা নিয়ে যা জানা গেল

» ইউরোর দলগুলোকে আমেরিকান কাপে আমন্ত্রণ জানালেন স্কালোনি

ম্যাচের ২০ মিনিটে স্পেনের ১৬ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন। ফ্রান্স গোলরক্ষক মাইক মানিয়ানের কোনো সুযোগই ছিল না এই গোল ঠেকানোর। এই গোলে রেকর্ড বুকে নিজের নিজের নাম লিখে ফেলেছেন লামিনে ইয়ামাল। ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল পেল এই ফুটবলার।

France vs spain UERO 2024 mbappe

বার্লিনের ফাইনালে পৌঁছে গেছে স্পেন, কেঁদেছে এমবাপ্পে ফরাসি শিবির (France vs spain)। ছবি- ইউরো

এরপর ২৪ মিনিটে হেসুস নাভাসের ক্রস থেকে বল ক্লিয়ারে ব্যর্থ হয় ফ্রান্স। ফাঁকা পেয়ে দুর্দান্ত শট নেন দানি ওলমোর। জুলস কুন্ডের পায়ে লেগে বল জড়ায় জালে। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে লিড নেয় স্পেন। ২-১ গোলের লিড নিয়ে ম্যাচের শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখে দে লা ফুয়েন্তের শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল