Connect with us
ফুটবল

ইউরো ২০২৪: টুর্নামেন্ট সেরা ফুটবলার স্পেনের রদ্রি

রদ্রি। ছবি- সংগৃহীত

ইউরোপা চ্যাম্পিয়নশিপের গোটা আসরে অপ্রতিরোধ্য ছিল স্পেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের চতুর্থ ইউরও শিরোপা জিতে নিয়েছে দলটি। গোটা আসরে স্পেনের হয়ে দুর্দান্ত খেলা রদ্রি পেয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার।

বার্লিনে গতকাল (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। অবশ্য ফাইনাল ম্যাচের পুরো সময় মাঠে থাকতে পারেননি টুর্নামেন্ট সেরা ফুটবলার রদ্রি। ইউরোর ফাইনালে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হাঁটুর ইনজুরিতে মাঠ ছাড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার। তবে টুর্নামেন্টের পুরো আসরে যেভাবে খেলেছেন, সেরার পুরস্কার তার প্রাপ্য ছিল।

ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর এই আসরে স্পেনের হয়ে প্রতিটি ম্যাচেই শুরু একাদশে ছিলেন রদ্রি। ৭ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১টি। গোটা টুর্নামেন্ট স্পেনের মাছ মাঠে কতটা দাপট দেখিয়েছেন রদ্রি সেটা আন্দাজ করা যায় পরিসংখ্যানের দিকে তাকালে। পুরো টুর্নামেন্টে তিনি সফল পাস দিয়েছেন ৪১১ টি, যার শতকরা হার ৯২.৮৪।

ইউরো ২০২৪ সেরা ফুটবলার রদ্রি।

এদিকে স্পেনের আক্রমণভাগে চমক দেখিয়ে সকলের নজর কেড়েছিলেন লামিনে ইয়ামাল। ফাইনাল ম্যাচেও দলকে এগিয়ে যেতে সহায়তা করেছিলেন এই তরুণ ফুটবলার। শিরোপা জয়ের রাতে একাধিক রেকর্ড করেছেন ১৭ বছর বয়সী এই তরুণ। আর এতে করে টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জিতে নিয়েছেন লামিনে ইয়ামাল।

ব্রাজিলের কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোন মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন ইয়ামাল। এর আগে ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর ২৪৯ দিনে এই রেকর্ড পেলে গড়েছিলেন বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। এবার মাত্র ১৭ বছর ১ দিনে ইউরো জিতে পেলের সেই রেকর্ড ভেঙে দিলেন এই স্প্যানিশ ফুটবলার।

এছাড়া ইউরোর এক আসরে একক ভাবে সর্বোচ্চ চার অ্যাসিস্ট করার রেকর্ড নিজের করে নিয়েছেন এই তরুণ উইঙ্গার। টুর্নামেন্টে রয়েছে তার একটি গোল। তরুণ সদস্যে ঠাসা এই স্পেন ইউরোর শিরোপা জিতে নেবে সেটা হয়তো অনেকেই কল্পনা করেনি। তবে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দারুন সব ফুটবল উপহার দিয়েছে দলটি।

আরও পড়ুন: ইউরো কাপ : ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ বারের মত শিরোপা জিতলো স্পেন

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল