Connect with us
ফুটবল

ইউরো ফাইনাল: স্পেনের চতুর্থ নাকি ইংল্যান্ডের প্রথম?

Euro final: Spain's fourth or England's first?
ইউরোর ফাইনালে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। ছবি- সংগৃহীত

আগামী ১৫ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরের। বেশ কয়েকদিন ধরে চলা হাড্ডাহাড্ডি লড়াই ও নানা অঘটনের পর ফাইনালে উঠেছে দুই শক্তিশালী দল স্পেন ও ইংল্যান্ড । ২০১২ সালে পর ফাইনালে ওঠা লা রোজাদের চতুর্থ শিরোপা নাকি টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা থ্রি লায়ন্সরা প্রথম শিরোপা জিততে যাচ্ছে, পরিসংখ্যান কি বলছে?

পরিসংখ্যানে স্পেনের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ২৭ বারের মুখোমুখি দেখায় ১৪টি ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা। বিপরীতে স্পেনের জয় ১০টিতে। বাকি ৩ ম্যাচ ড্র হয়েছে। সবশেষ পাঁচ দেখায় উভয় দলই সমান ২টি করে ম্যাচ জিতেছে এবং ১টি ম্যাচ ড্র হয়েছে।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে স্পেন। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া-ইতালির মতো দলকে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লা রোজারা। শেষ ষোলোতে জর্জিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টারে স্বাগতিক জার্মানি ও সেমিফাইনালে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে পা রেখেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

আরও পড়ুন:

» আর্জেন্টিনা বনাম কলম্বিয়া, সাম্প্রতিক পারফরম্যান্সে যারা এগিয়ে 

» বিয়ে করলেন রিশাদ হোসেন

অন্যদিকে ইংল্যান্ড এই আসরে এখনও অপরাজিত থাকলেও ৬ ম্যাচের মধ্যে চার জয় এবং দুটি ম্যাচ ড্র করেছে তারা। নামে-ভারে ইংলিশদের আক্রমণভাগ অনেক শক্তিশালী হলেও এবারের ইউরোতে নিজেদের সেরাটা দিতে পারেনি তারা। যার ফলে গোলও কম হয়েছে তাদের। তাছাড়া স্পেনের তুলনায় ইংলিশদের প্রতিপক্ষও কিছুটা কম শক্তিশালী ছিল। তাই অনেক ফুটবলপ্রেমীরা মনে করছেন ভাগ্য সহায় হওয়াতেই ফাইনালে উঠতে পেরেছে ইংল্যান্ড। তবে মাঠের লড়াইয়েই দেখা যাবে কাদের ঘরে যাচ্ছে শিরোপা।

১৯৬৪ ইউরোর দ্বিতীয় আসরেই প্রথম শিরোপা জয় করে স্পেন। এরপর ২০০৮ ও ২০১২ সালে টানা শিরোপা ঘরে তুলে লা রোজারা। অন্যদিকে এখনও ইউরোতে শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। সবশেষ আসরের ফাইনালে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ইতালির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় গ্যারেথ সাউথগেটের দল।

আগামী ১৫ জুলাই বার্লিনে বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালের মহারণে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল