বাংলাদেশ ক্রিকেটে মি. ডিপেন্ডেবল বলা হয় মুশফিকুর রহিমকে। দীর্ঘ সময় ধরেই টাইগারদের মিডল অর্ডারে আস্থা ও ভরসার নাম মুশফিকুর রহিম। তবে এখন তিনি রয়েছেন ক্যারিয়ারের শেষ দিকে। শেষ সময়ে এসে তিনি চান ভক্তরা তাকে মনে রাখুক।
চলমান ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দলের সাথে ভারত গিয়েছেন মুশফিকুর রহিম। তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ এটি। তবে এখনো ব্যাট হাতে ধারালো ৩৬ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। এই আসরে এখন পর্যন্ত ১৫৭ রান করেছেন তিনি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। নিজের সেরাটা দিয়েও দিনশেষে হারের মুখই দেখতে হয়েছে তাকে। তাই দলের পারফরমেন্সে তেমন খুশি নন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো আর বেশি দিন থাকবেন না মুশফিকুর রহিম। গত বছরই টি-টোয়েন্টি ফরমেট থেকে অবসর নিয়েছেন তিনি। ক্যারিয়ারে এই শেষ সময়ের দিকে এসে ভক্তদের কাছে তার একটাই চাওয়া যেন সবাই তাকে মনে রাখে।
ভারতে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,’ নিজের জন্য বা দেশের জন্য যতটুকু করতে পেরেছি, আমি চাই আমার ভক্তরা সব সময় আমাকে মনে রাখুক। ‘
এছাড়াও তিনি বিশ্বকাপে আরো ভালো করার পাশাপাশি দলও ভালো করে জয়ের ধারায় ফিরে আসবে সেই প্রত্যাশাই ব্যক্ত করেন মি. ডিপেন্ডেবল।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। এরপরে সাক্ষী হয়েছেন দলের অসংখ্য জয় পরাজয়ের। সাক্ষী হয়েছেন অসংখ্য রোমাঞ্চকর মুহূর্তের। তবে শেষ পর্যন্ত ভক্ত সকলের ভালোবাসা নিয়ে ক্যারিয়ারটা সুন্দর ভাবে শেষ করতে চান মুশফিকুর রহিম।
আরও পড়ুন: বিশ্বকাপে অনিশ্চিত মাহমুদুল্লাহতেই এখন আস্থা দলের
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এমটি/জেএস/এমএ