আইপিএলের চলতি মৌসুমে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ব্যাট হাতে ঠিকই আলো ছড়াচ্ছেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে তিনি তুলে নিয়েছেন আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরি।
আজ শনিবার (৬ এপ্রিল) প্রতিপক্ষের ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির শতকে ভর করে রাজস্থানকে ১৮৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় বেঙ্গালুরু। যেখানে ৭২ বলে ১১৩ রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। এই ইনিংস তিনি সাজিয়েছেন ৪ ছক্কা ও ১২ চার হাকিয়ে।
চলতে মৌসুমে বেঙ্গালুরুর হয়ে আরো দুটি অর্ধশতক করেছেন বিরাট। এদিকে একক ভাবে আইপিএলের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও বনে গেছেন এই ভারতীয় ব্যাটার। শতক হাকিয়ে প্রশংসায় ভাসলেও বেশ লজ্জায় পড়তে হচ্ছে বিরাটকে। কেননা আইপিএল ইতিহাসে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড এটি।
এদিন নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নিতে বিরাট কোহলি খেলেছেন ৬৭ বল। এর আগে ২০০৯ সালের সমান সংখ্যক বল খেলে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মনীশ পান্ডে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন বিরাট। এছাড়া শচীন টেন্ডুলকার, ডেভিড ওয়ার্নার ও জশ বাটলার ৬৬ বলে সেঞ্চুরি করে যৌথভাবে এই তালিকায় আছে দুই নম্বরে।
আরও পড়ুন: নারীদের সম্মানে বিশেষ জার্সি পরে মাঠে নামলো রাজস্থান
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/এফএএস