আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিবারের ন্যায় চলমান আসরেও তারকা খচিত দল বানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এবারেও খুব একটা ভাগ্য সহায় হয়নি কোহলি-ডু প্লেসিদের। জার্সি বদলালেও বেঙ্গালুরুর ভাগ্য কি বদলাবে?
এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে কখনোই শিরোপা জিততে না পারা আরসিবি। জয়ের ধারায় ফিরতে তাই এবার জার্সি বদলে মাঠে ফেরার ঘোষণা দিয়েছে তারা।
আরসিবিকে নিয়ে একটা কথা প্রায় প্রতি আসরেই বলা হয় যে, ব্যাটিংয়ের চাইতে বোলিং বিভাগকে তারা সব সময় কম গুরুত্ব দেয়। কথাটা একেবারে ভুলও নয় ফলে প্রতি আসরেই বোলিং বিভাগে ভুগতে হয় তাদের।
চলতি আসরেও এর পরিবর্তন ঘটেনি। ফলে ১০ দলের আইপিএল টেবিলে বর্তমানে তাদের অবস্থান একদম তলানিতে।
ভাগ্য বদলাতে তাই এবার এক অদ্ভূত সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু। আগামী ম্যাচে (রবিবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জার্সি বদলে মাঠে নামবেন তারা। বিষয়টি ফেইসবুকে নিজেদের ভেরিফায়েড একাউন্টে আরসিবি নিজেরাই নিশ্চিত করেছে।
সেখানে নতুন জার্সি পড়ে দিনেশ কার্তিক, বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিকে দেখা যাচ্ছে। পোস্টে এই তিন ক্রিকেটারের একত্রে একটি ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, আশা করছি জার্সির রঙের সাথে সাথে ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হবে।
আরসিবি মূলত ২০১১ সাল থেকে শুরু করে প্রতি বছরই একটি ম্যাচে সবুজ রঙের জার্সি পড়ে খেলতে নামে। এর পেছনে তাদের অবশ্য মহৎ একটি উদ্দেশ্যও কাজ করে। বেশি বেশি গাছ লাগানো ও প্রকৃতির প্রতি যত্নবান হওয়ার বার্তা দিতেই আরসিবির এই উদ্যোগ।
আর এই কাজটি তারা ঘরের মাঠের ম্যাচে করে থাকে। চলতি আইপিএলে আরও তিন ম্যাচ বাকি ছিল বেঙ্গালুরুর। কিন্তু এবার প্রতিপক্ষের মাঠেই জার্সি বদলের সিদ্ধান্ত নিল তারা।
তবে সিদ্ধান্তটা কতটুকু কাজে দিবে সেটা সময়ই বলে দিবে। এখন পর্যন্ত আসরের অন্যতম সেরা দল কলকাতা। ৬ ম্যাচের ৪ টিতেই জিতে রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে।
আর ঘরের মাঠ ইডেন গার্ডেনসে তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় তুলে নিয়েছে। সবশেষ ম্যাচে হারলেও ফলাফল নিষ্পত্তি হয়েছে ইনিংসের শেষ বলে গিয়ে।
অপরদিকে কলকাতার ব্যাটিং বিভাগে রয়েছে সুনীল নারাইন, সল্ট, আন্দ্রে রাসেল, শ্রেয়াস আইয়ারদের মত বিগ হিটার। ব্যাটিংয়ের মত তাদের বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী।
তাই কলকাতার মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনা যে মোটেই সহজ হতে যাচ্ছে না কোহলি-ডু প্লেসিদের জন্য সেটা বোঝাই যাচ্ছে। এবার দেখার পালা, জার্সির রঙের সাথে তাদের ভাগ্যও বদলায় কি না!
আরও পড়ুন:মুম্বাইয়ের জয়ের রাতে রোহিতের জোড়া মাইলফলক
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৪/এমএস/এসএ