প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে এসে বারবার মুখ থুবড়ে পড়ছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। টানা দুই হারের পর একটি ম্যাচ জিতে আবারও হার। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো তারকারাও জেতাতে পারেনি মায়ামিকে। জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে টাইব্রেকারে হেরেছে মেসিরা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে গোলশূন্য ড্রতে শেষ হয় নির্ধারিত সময়। ম্যাচের ফল বের করতে নেয়া হয় টাইব্রেকারের আশ্রয়। আর সেখানেই হার দেখেছে মেসির মায়ামি। স্পটকিকের ৪-৩ গোলের ব্যবধানে হেরে গেছে মেসির ক্লাব। তবে কিক নেননি মেসি, বদলী হয়ে উঠে যাওয়ায় মাঠে ছিলেন না সুয়ারেজ।
মায়ামির সামনে বেশ দাপুটে ফুটবল খেলে স্বাগতিক ভিসেল কোবে। ম্যাচের ২৪ মিনিটে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন সার্জিও বুসকেটস। বিরতির পর ৬০ মিনিটের মাথায় ডেভিড রুইজ উঠে যাওয়া মাঠ নামেন মেসি। গ্যালারিজুড়ে তখন মেসিকে স্বাগত জানানোর হিড়িক পড়ে। খেলায়ও ফেরে গতি। কিন্তু গোলের দেখা পায়নি কেউই।
৭১ মিনিটে সুয়ারেজের বাইসাইকেল কিক গোলবারের পাশ দিয়ে বের হয়ে যায়। গোলের উল্লাসে মাততে গিয়েও হঠাৎ থেমে যায় সবাই। গোল না পেলেও দারুণ শটটি দেখে হাততালি দেন দর্শকরা। আর ম্যাচের ৭৯ মিনিটে মেসির শট ঠেকিয়ে দেন কোবে গোলরক্ষক ওবি।
লিওনার্দো কাম্পানা, জুলিয়ান গ্রেসেল ও জর্ডি আলবা স্পটকিক থেকে টানা তিনটি গোল পান। কিন্তু টানা তিনটি কিক থেকে গোল করায় ব্যর্থ হন রবার্ট টেইলর, নোয়াহ এলিয়েন ও জর্জ।
আরও পড়ুন: বিপিএলে ২৪ ম্যাচ শেষ, হঠাৎ সুসংবাদ পেলেন মুমিনুল
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এজে