Connect with us
ক্রিকেট

বৃষ্টিও ঠেকাতে পারলো না বাংলাদেশের হার

বাংলাদেশ দল। ছবি- বিসিবি

চট্টগ্রামের সাগরিকায় বারবার নেমেছিল ঝুম বৃষ্টি। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বারবার থেমে যাচ্ছিলো। তবে যেটুকু খেলা হয়েছে তাতেই হার মেনে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। বৃষ্টি আইনে ১৭ রানের জয়ে সিরিজ শুরু করলো আফগানিস্তান।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে বৃষ্টি বাধার মধ্যে ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে তামিম ইকবালের দল। জবাবে ৪৩ ওভারে ১৬৪ রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু ২১.৪ ওভারের সময় আবারও নামে বৃষ্টি। তখন আফগানিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৮৩ রান।

ওই বৃষ্টি আর না থামায় ম্যাচের ফলাফল ঘোষণা করতে হয় অফিসিয়ালকে।ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) ১৭ রানে এগিয়ে থেকে ম্যাচ জিতেছে সফরকারীরা।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের মামুলি সংগ্রহ দাঁড়ায়। তাওহিদ হৃদয়ের ৫১, লিটন দাসের ২৬ ও সাকিব আল হাসানের ১৫ রানে ভর করে ৪৩ ওভার ব্যাটিং করেও মাত্র ১৬৯ রান তোলে স্বাগতিকরা। সবাই ক্রিজে এসে ব্যর্থ হলেও তৃতীয় ফিফটি তুলে নেন হৃদয়।

আফগানদের ইনিংসে রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান দারুণ সূচনা এনে দেন। গুরবাজকে (২২) আউট করে ৫৪ রানের এই জুটি ভাঙেন সাকিব। পরে রহমত শাহকে (৮) ফেরান তাসকিন। ইবরাহিম ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

আগামী ৮ জুলাই একই স্টেডিয়ামে দুপুর দুইটার সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ পরীক্ষা শুরু

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট