Connect with us
ক্রিকেট

সব দলের পতাকা থাকলেও রাখা হয়নি ভারতের, কারণ কী?

Team flags in Karachi Stadium
করাচি স্টেডিয়ামে ভারত ব্যাতিত বাকি সাত দলের পতাকা। ছবি- সংগৃহীত

আর একদিন বাদেই পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে দেশটির করাচি স্টেডিয়ামে উড়তে দেখা যায় প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দলগুলোর পতাকা। তবে সেখানে সকল দলের পতাকা দেখা গেলেও ছিল না ভারতের পতাকা। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে মোট আট দল। তবে কেবল ভারতের জন্য এই আসরটি খেলা হবে হাইব্রিড মডেলে। মূলত পাকিস্তানে খেলতে যেতে তারা অস্বীকৃতি জানানোয় দেখা দেয় এমন বিপত্তি। যার কারনে ভারতের ম্যাচগুলো খেলা হবে পাকিস্তানের বাইরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

এদিকে করাচির স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যা শেয়ার করে রীতিমতো উল্লাস করছেন পাকিস্তানের ভক্ত সমর্থকরা। অনেকে মনে করছেন দেশটিতে ভারতের খেলতে না যাওয়ার কারণে তাদের পতাকা স্টেডিয়ামে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।


আরও পড়ুন:

» ৫০২ দিন পর অপেক্ষার অবসান ঘটালেন নেইমার

» ,বিকালে বাংলাদেশের ম্যাচ, দেখে নিন দু’দলের স্কোয়াড




অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এই বিষয়ে এখন পর্যন্ত সরাসরি জানা যায়নি কোন মন্তব্য। ভারতেও বেশ আলোচনার জন্ম দিয়েছে এমন ঘটনা। দেশটির গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে বলছে, করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোন কারণ জানা যায়নি।

তবে বিষয়টি যে কোন অনিচ্ছাকৃত ভুল নয়, তাই মনে করছেন প্রায় সকলে। কেননা ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে লম্বা সময় বেশ ধোয়াশার মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফের এই আসর। ভারতকে নানা প্রস্তাব দিয়েও পাকিস্তানের মাটিতে নেয়া যায়নি। এমনকি দলটির অধিনায়ক রোহিত শর্মাও পাকিস্তান ভ্রমণ না করায়, অংশ নেয়া সকল দলের কাপ্তানদের আনুষ্ঠানিক ফটোসেশন বাতিল হয়।

এছাড়া রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় এক দশকেরও বেশি সময় উভয় দেশের মধ্যে আয়োজন হয় না কোন দ্বিপাক্ষিক সিরিজ। এবার সুযোগ থাকলে ক্রিকেটের মাধ্যমে সম্পর্কে কোন উন্নতি ঘটায়নি ভারত। বরং নিরাপত্তার কারণ দেখিয়ে চ্যালেঞ্জে ফেলেছে আইসিসিকেও। তাই নিশ্চিত ভাবে কারণ জানা না গেলেও ভারতকে জবাব দিয়েছে পাকিস্তান, তেমনটাই মনে করছেন অনেকে।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট