Connect with us
ফুটবল

লিড নিয়েও আফগানদের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ

আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশ। ছবি- এএফসি

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যুব দল। এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ মিলতো লাল সবুজের প্রতিনিধিদের। এমন সমীকরণের ম্যাচে দুইবার লিড নিয়েও আফগানদের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ।

আজ রোববার (২৭ অক্টোবর) কম্বোডিয়ার নমপেনে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-২ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। যেখানে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে ছিল তারা। তবে দ্বিতীয় আর্ধে উল্টো দুটি গোল হজম করে ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। এতে আঞ্চলিক এই টুর্নামেন্টের বাছাইপর্ব থেকে বিদায় ঘটেছে তাদের।

এদিন কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। জায়গা মতো বল পেয়ে সাইড ভলিতে দারুন এক শটে প্রতিপক্ষ জালে বল জড়ান মিঠু চৌধুরী। যদিও ম্যাচে বেশি সময় সেই লিড ধরে রাখতে পারেনি তারা। গোলরক্ষককে পাশ কাটিয়ে বাংলাদেশের জালে বল জড়ান ইয়াসের শাফি।

আরও পড়ুন:

» পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক রিজওয়ান

» সাফের ফাইনাল জিতেই উদযাপন করতে চান ঋতুপর্ণা

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে মোর্শেদ আলীর দর্শনীয় এক গোলে আরো একবার লিড পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচে অনেকটা স্বস্তি নিয়েই বিরতিতে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয় আর্ধে ফিরে আরো একবার ব্যর্থতার গল্প লিখেছে যুব ফুটবলাররা। দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

যেখানে ম্যাচের ৬৪তম মিনিটে আফগানিস্তানকে আরো একবার সমতায় ফেরান মোহাম্মদ মিলান নুরি। এর মিনিট ছয়েক বাদেই আরস আহামাদির গোলে আনন্দে ভাসে আফগানিস্তান। আর টুর্নামেন্টের নকআউট পর্ব খেলার বাংলাদেশের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায় সেখানেই। কেননা ম্যাচে তারপর আর কোন দল পায়নি গোলের দেখা।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল