প্রতিষ্ঠান প্রধান পাপন ও ব্যক্তি পাপনের মধ্যে মানুষের ভাবনার উত্তর দিয়েছেন তিনি। অনেক অনেক দায়িত্বের মাঝে ব্যক্তি পাপন আগের মতোই আছেন, তিনি রাগী নন, ক্রিকেটের কারণে সবাই তাকে রাগী ভাবে। অকপটে মনের কোনে জমে থাকা আক্ষেপ সবার সামনেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
শনিবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রণ পেয়ে তার বক্তব্যে পাপন বলেন, ক্রিকেটের কারণে পারিবারিক অনেক অনুষ্ঠানে গেলেও আত্মীয় স্বজনরা দূরে দূরে থাকেন।
বিসিবি বস বলেন, আমি আপনাদের একটা কথা জানাতে চাই। আমি অনেক কিছুর সঙ্গে জড়িত, এটা সবাই জানেন। কিন্তু ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। আমার পরিবারের সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে।
কোনো একটা অনুষ্ঠান হলে কেউ যদি জানতে চায় পাপন ভাই যাবে তো- আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা- যোগ করেন পাপন।
বলেন, আগে আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি, আর এখন বলে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে?
কয়েক দিন আগে এক অনুষ্ঠানে গেলাম, সবাই দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। আমি বললাম কী ব্যাপার, আমার আশেপাশে সব চেয়ার খালি, আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে চলে আসছি, শুনলাম তারা বলছে আমরা ভয় পাচ্ছিলাম, আপনি অনেক রাগী। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো?
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেল ব্রাজিলের মেয়েরা
ক্রিফোস্পোর্টস/২০মে২৩/এসএ