সবার আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। অধিনায়ক কিং উইলিয়ামসনের নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে কিউইরা। দলের মধ্যে বড় কোন চমক না থাকলেও দল ঘোষণার উপস্থাপনায় আবারো সবাইকে অবাক করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এদিন বোর্ডের কোন কর্মকর্তা অথবা টিম সিলেক্টর কেউ সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেননি। বরং দুই বাচ্চাকে দিয়ে স্কোয়াড ঘোষণা করিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত গেল বছর থেকে তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখে নিউজিল্যান্ড দেশের তরুণদের এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘোষণার মঞ্চে সুযোগ করে দেয়।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে নতুন কোন চমক দেখা যায়নি। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই শক্তিশালী দল গঠন করেছে দলটি। চোটের কবলে থাকা ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েল থাকছেন আসন্ন বিশ্বকাপে। বেশ কিছুদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা জেমি নিশাম ফিরেছেন কিউইদের বিশ্বকাপ দলে।
এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও থাকছেন ১৫ সদস্যের এই দলে। পেস আক্রমণে ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির সঙ্গে আরও আছেন ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। স্পিন বিভাগে ইশ সোধি, মিচেল স্যান্টনারের ওপর ভরসা রাখবে দল। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন বেন সিয়ার্স।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।
আরও পড়ুন: দেশে ফেরার আগে পার্পল ক্যাপ ফিরে পাবেন মুস্তাফিজ?
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/এফএএস