আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি মূলত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধেই ম্যাচটি দেখতে মাঠে গিয়েছিলেন। কিন্তু ম্যাচ দেখতে গিয়ে বাংলাদেশের খেলা দেখে রীতিমতো হতাশ হতে হয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে।
বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত সাবেক এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একটা ম্যাচে জয়-পরাজয় তো থাকবেই। কিন্তু আমি বাংলাদেশের ব্যাটিং এবং অধিনায়কের অধিনায়কত্ব দেখে অবাক হয়েছি। সবকিছুতেই যেন ক্লান্তির ছাপ- তাদের শরীরী ভাষা, বলের প্রতি মনযোগ, বল করার পূর্বে পরিকল্পনা সবমিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের পরিকল্পনা দুর্বল ছিলো। তবে আশা করছি খুব দ্রুতই এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে বাংলাদেশ।’
এছাড়াও আমিনুল ইসলাম বুলবুল বলেন, এতো কম সময়ে এতো বেশি কোচ পরিবর্তনও ঠিক নয়। আমি এর বিপক্ষে। কারণ একজন কোচ পরিবর্তন মানে একজন ডাক্তার পরিবর্তন করা। একজন কোচ শুধু স্কিল নিয়েই নয় বরং মানসিক শক্তি বৃদ্ধির জন্যও কাজ করে। কিন্তু এভাবে কোচ পরিবর্তন হতে থাকলে সেটা খেলোয়াড়দের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। ফলে সেটার প্রভাব পারফরম্যান্সেও পড়ে।’
গণমাধ্যমকে বুলবুল আরও বলেন যে, একজন জাতীয় দলের কোচ শুধু স্কিলই শেখায় না বরং মানসিক বিষয় নিয়েও কাজ করে। এখন কোচের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম ভাষা। ফলে বারবার কোচ পরিবর্তন হলে খেলোয়াড়দের ব্যক্তিভেদে ভাষা বুঝতে সমস্যা হবে। এতে করে খেলোয়াড়দের ক্ষতি হয়।’
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়ে আগে ব্যাট করতে নামে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
ঠিক পথেই এগিয়ে ২ উইকেটে দলীয় শতকের কোটা পূরণ করে বাংলাদেশ। পরে ১৩১ রানে ৩ উইকেট পড়ে। কিন্তু পরবর্তীতে ১২ তুলতেই বাকি ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
আরো পড়ুন : ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ
ক্রিফোস্পোর্টস/০৭নভেম্বর২৪/এসআর