Connect with us
ক্রিকেট

‘দেশের সবকিছু পরিবর্তন হয়েছে, আমরাও যেন ভালো কিছু করতে পারি’

ঢাকা ছাড়ার আগে গনমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাসকিন। ছবি- সংগৃহীত

দুটি টেস্ট খেলতে আগামী ১৫ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় সফরের সময় এগিয়ে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা।

পাকিস্তানের পথে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে গনমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দীর্ঘ ১৩ মাস পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে ভালো করার লক্ষ্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই গতি তারকা।

তিনি বলেন, অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি অনেক খুশি। কাঁধের সমস্যার কারণে বছরখানেক সময় টেস্ট থেকে বিরতিতে ছিলাম। যাতে কাধের সমস্যা থেকে ভালোভাবে সেরে উঠতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন।

আরও পড়ুন:

» প্রথম চারদিনের টেস্টে কাল মাঠে নামছে মুশফিক-বিজয়রা

» সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্প এভাবে চলে গেলেন! 

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটিয়ে নতুন সরকার পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন আসতে শুরু করেছে। তেমনিভাবে ভালো পারফরম্যান্স করে বাংলাদেশের ক্রিকেটেও ভালো ফলাফল বয়ে আনতে বদ্ধপরিকর তাসকিনরা।

এই পেসার বলেন, আমরা চাই, দেশকে বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে। আল্লাহভরসা, আপনারাও দোয়া করেন। দেশের সবকিছু পরিবর্তন হয়েছে, আমরাও যেন ভালো কিছু করতে পারি এবং দেশবাসীর মুখে হাসি ফোটাতে পারি। আমাদের জন্য দোয়া করবেন।

জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফর করলেও প্রথম টেস্টে থাকছেন না তাসকিন। প্রথমে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চারদিনের টেস্টে খেলে লাল বলের ক্রিকেটে ফিরবেন তাসকিন। এরপর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন এই পেসার। এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আগামীকাল (১৩ আগস্ট) পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম চারদিনের টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর  ২০ আগস্ট দ্বিতীয় টেস্ট খেলবে এনামুল হক বিজয়ের দল।  অন্যদিকে ২১ ও ৩০ আগস্ট যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে জাতীয় দলের ক্রিকেটাররা।

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট