Connect with us
ক্রিকেট

সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে সাবেক নির্বাচকের চাঞ্চল্যকর মন্তব্য

Ex-selector gave sensational comments about Saifuddin's dropout
সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে মন্তব্য করেছেন ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে হঠাৎ বাদ পড়েন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ নিয়ে তখন অনেক আলোচনা-সমালোচনার জন্ম হয় দেশের ক্রিকেটাঙ্গনে। বিষয়টি নিয়ে পড়ে সব শীতল হওয়ার পর এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। সাইফউদ্দিনকে বাদ দেওয়া নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ফারুক। সাবেক এই প্রধান নির্বাচক মনে করেন, টাইগার অলরাউন্ডারের বাদ পড়ার পেছনে ব্যক্তিগত আক্রোশ কাজ করে থাকতে পারে।

বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপের যাত্রা প্রথম শুরু করে ১৯৯৯ সালে। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপেরও সবগুলো আসরেই অংশ নিয়েছে টাইগাররা। মাঝে কেবল ২০০৯ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারেনি তারা।

এত সব টুর্নামেন্টে অংশ নিয়েও এখনো বলার মত সাফল্য অর্জন করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি আসন্ন বিশ্বকাপেও শিরোপার স্বপ্নে বুক বাঁধার মত কোনো আশ্বাস দিতে পারেননি দলের কোচ ও অধিনায়ক। তাদের এমন আচরণে হতাশ বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এ নিয়ে গণমাধ্যমকে ফারুক বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা খেলছি ২৪ বছর হয়েছে। আর ওয়ানডে খেলছি ১৯৮৬ সাল থেকে। এতগুলো বছর পার হওয়ার পর এখনো যদি ভালো কিছু আশা করতে মানা করি, সেটা খুবই হাস্যকর শোনায়। আমাদের আরও সামনের দিকে যাওয়া উচিত ছিল কিন্তু সে তুলনায় আমরা এখনো ৭-৮ বছর পিছিয়ে আছি। ম্যানেজমেন্টের নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর জন্যই আজ আমাদের এই অবস্থা।’

প্রায় প্রতি বছরেই বাংলাদেশের স্কোয়াড নিয়ে কম-বেশি সমালোচনার তৈরি হয়। অন্যবারের তুলনায় এবার সেটা কম হলেও সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে কম কথার সৃষ্টি হয়নি।

এ বিষয়ে ফারুক বলেন, ‘আমার মতে বিশ্বকাপে বাংলাদেশ দল সাইফউদ্দিনকে মিস করবে। সে যে কতটা দুর্দান্ত বোলার সেটা ইনজুরি থেকে ফেরার পর প্রমাণ করেছে। ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয় ক্রিকেটীয় বুদ্ধিমত্তার চেয়েও অন্য কোন বিষয়। এখানক ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়টি কাজ করতে পারে যেটা গত ৩-৪ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত ঘটনা। দল গঠনে এই বিষয়গুলোকে এখন দেখছি খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয় যেটা দেশের জন্য কাজে আসবে না।’

বিশ্বকাপে ক্রিকেটারদের ভয়ডরহীন খেলার পরামর্শ ফারুকের। সাথে পেসারদের থেকে স্পিনারদের ভালো করার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা পেসারদের চেয়ে এবার স্পিনাররা বেশি সফলতা পাবে। কেননা উইকেট কিছুটা অপ্রস্তুত হতে পারে। ধীরগতির উইকেট হতে পারে।’

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন নিয়ে যা জানা গেল 

ক্রিফোস্পোর্টস/১৮মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট