Connect with us
ক্রিকেট

সারের হয়ে অভিষেকের দিনে দুর্দান্ত সাকিব, পেলেন উইকেট

Shakib got his debut wicket for Surrey in the English county
ইংলিশ কাউন্টিতে সারের হয়ে অভিষেক হয়েছে সাকিবের। ছবি- সংগৃহীত

পাকিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে দেশে ফেরননি সাকিব আল হাসান। সেখান থেকেই উড়াল দিয়েছেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। আসন্ন ভারত সিরিজের আগে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ১টি চারদিনের ম্যাচ খেলতে ইংল্যান্ডে গেছেন এই অলরাউন্ডার।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সারের হয়ে অভিষেক হয়েছে সাকিবের। সারের জার্সিতে অভিষেক ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন এই তারকা। সবমিলিয়ে ৩৩.৫ ওভারে ওভারে ৭ মেডেনসহ ৯৭ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন সাকিব।

এদিন কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৫৯তম ম্যাচে সমারসেটের মুখোমুখি হয়েছে সারে। শুরুতে টস হেরে ফিল্ডিয়ংয়ে নামে সারে। ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। তবে বেশ কয়েক ওভার বোলিং করেও প্রথম সেশনে কোনো উইকেটের দেখা পাননি তিনি।

আরও পড়ুন:

» বিশ্বকাপ জিতলেও কখনো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেনি যে দেশ

» বাংলাদেশ থেকে সরে গেল আরেকটি বিশ্ব টুর্নামেন্ট 

এরপর দ্বিতীয় সেশনে এসে সারের জার্সিতে নিজের অভিষেক উইকেটের দেখা পান সাকিব। ইনিংসের ৫৪তম ওভারে টম আবেলকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। আউট হওয়ার আগে ৪৯ রান করেন এই ব্যাটার।

প্রথম দিনের শেষদিকে এসে আরো দুটি উইকেট তুলে নেন সাকিব। ৯০তম ওভারের প্রথম বলে ক্যাসি অ্যালড্রিজকে ১৫ রানে বোল্ড করে ফেরান তিনি। এরপর একই ওভারের পঞ্চম বলে ক্রেগ ওভারটনকে আউট করেন এই স্পিনার।

এরপর দিনের শেষ ওভারে ব্রেট রান্ডেলকে ফিরিয়ে সমারসেটের ইনিংসের সমাপ্তি ঘটান সাকিব। ৩১৭ রান করে অলআউট সমারসেট।

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট